শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে শনিবার ছিল ডাবল হেডার। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটা দুই দলের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। যে দল জিতত সেই দলের কাছে প্লে অফে যাওয়ার কিছুটা অক্সিজেন জুটত
এমন আবহে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতল দিল্লি। ফের একটি হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকল দর্শকরা। সেই ম্যাচেই ১০ রানের ব্যবধানে জিতল দিল্লি দল। ফলে বেঁচে থাকল তাদের প্লে অফের রাস্তা। আর এই ম্যাচেই আরো একটি খারাপ খবর এল মুম্বই ইন্ডিয়ান্স দলের জন্য। তাদের কিপার ব্যাটার ইশান কিষান আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভেঙে পড়লেন শাস্তির কোপে।
ইশান কিষানের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আইপিএল কতৃপক্ষের তরফে। আইপিএলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'ইশান আইপিএলের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে তার অধীনে আর্টিকেল ২.২-র অধীনে লেভেল-১ অফেন্সের (আইন ভাঙার অপরাধের দায়) দায়ে পড়েছেন। ইশান কিষানের তরফে এই বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি তাঁর প্রতি যে জরিমানা লাগু করেছেন তা তিনি মেনে নিয়েছেন। লেভেল-১ অপরাধের জন্য ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেবেন তা মানতে বাধ্য এবং তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য হবে।'
আর্টিকেল ২.২-তে বলা রয়েছে স্বাভাবিক ক্রিকেট অ্যাকশন (ম্যাচ চলার সময়ে) বাইরে যেসব অন্য আচরণ রয়েছে যেমন উইকেটে লাথি মারা, বিজ্ঞাপনের হোর্ডিংয়ের ক্ষতি করা, বাউন্ডারি দড়ি, সাজঘরের দরজা, আয়না, জানলা এবং আরো কোনও স্থায়ী আসবাবপত্রের ক্ষতি করলে তখন ম্যাচ রেফারি ওই সংশ্লিষ্ট ক্রিকেটারকে শাস্তি দিতে পারে।
পাশাপাশি এই আইনে মাঠে বা মাঠের বাইরে থাকা কোন ক্রিকেটীয় সরঞ্জাম, টিম জার্সি, মাঠের সরঞ্জাম এবং স্থায়ী সরঞ্জাম যা বসানো রয়েছে তার ক্ষতি করলে শাস্তির মুখে পড়তে। তবে ইশান ঠিক কি করেছে তা জানানো হয়নি। ম্যাচে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে মাত্র ১৪ বলে ২০ রান করে আউট হন তিনি। মুকেশ কুমারের বলে আউট হয়ে তাঁকে ফিরে যেতে সাজঘরে।