দুর্গাপুজোর মধ্যেই বারুইপুরে শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি। খোয়া গেল প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের গয়না ও নগদ প্রায় ৮০ হাজার। নবমীর সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে দাবি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
বারুইপুরের আটঘরা এলাকায় বাড়ি শিক্ষিকা দেবশ্রী চট্টোপাধ্যায়ের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দেবশ্রীদেবীর শাশুড়ি। নবমীর সন্ধ্যায় স্বামী মিঠু চট্টোপাধ্যায়কে নিয়ে শাশুড়িকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ফেরেন রাত সওয়া ন’টা নাগাদ। ফিরে দেখেন, বাড়ির পিছনের দরজার গ্রিল কেটে, আরও একটি দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকেছে চোর। বাড়ির দোতলার ২টি ঘর তছনছ করে সর্বস্ব নিয়ে গিয়েছে তারা। খোয়া গিয়েছে আনুমানিক ২০ লক্ষ টাকার গয়না ও ৮০ হাজার নগদ।
রাতেই থানায় খবর দেন শিক্ষিকা। পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির পিছনে পরিচিত কারও হাত রয়েছে। নইলে দেবশ্রীদেবী ও তাঁর স্বামী যে কলকাতায় যাবেন তা তাদের খবর দিল কে? তাঁরা কখন ফিরবেন তাই বা কী করে জানল চোরেরা? এই ঘটনায় বিজয়া দশমীর সকালে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।