বৃহস্পতিবার যিনি ‘বিজেপির নেতা’ ছিলেন, শুক্রবার তিনি আর ‘বিজেপি নেতা’ থাকলেন না। আর যে সব্যসাচী ঘোষের বিরুদ্ধে সেই পরস্পর বিরোধী মন্তব্য করেছেন হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং এবং হাওড়া সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, সেই ব্যক্তিকে দেহব্যবসার অভিযোগ গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার সাঁকরাইলের হোটেলে নাবালিকাদের দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে সব্যসাচীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার হাওড়া সদরের বিজেপি সম্পাদক দাবি করেছিলেন, সব্যসাচী যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। কিন্তু শুক্রবার হাওড়া সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দাবি করলেন যে বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই সব্যসাচীর।
শুক্রবার রমাপ্রসাদের সই করা যে বিবৃতি জারি করা হয়েছে বিজেপির তরফে, তাতে দাবি করা হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া সব্যসাচীর হয়ে কোনও সম্পর্ক নেই গেরুয়া শিবিরের। বিজেপিতে কোনও পদে নেই সব্যসাচী। বরং সন্দেশখালির ধর্ষণ এবং অত্যাচারের ঘটনা থেকে নজর ঘোরাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে এরকম কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চান যে শেখ শাহজাহান কোথায় আছেন? মমতা এবং রাজ্য পুলিশকে একমাত্র সেই প্রশ্নের উত্তর দিতে হবে।
রমাপ্রসাদের স্বাক্ষর করা সেই বিবৃতি পেশের আগে বৃহস্পতিবার হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ দাবি করেছিলেন যে সন্দেশখালির ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে পুলিশ। তবে সব্যসাচীর বিরুদ্ধে তদন্ত করা হোক। তিনি কোনও দোষ করেছেন কিনা, তা খতিয়ে দেখুক পুলিশ। তদন্তে দোষ প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন হাওড়া সদরের বিজেপি সম্পাদক।
আরও পড়ুন: বহু বছর গাঁজার ব্যবসা করি, তৃণমূল নয়, BJP-ই ফাঁসিয়েছে, দাবি BJP নেতা নাদু রায়ের
আর সেই পরস্পর-বিরোধী মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, এখন অস্বস্তিতে পড়তেই দায় ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'বাংলার বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। কেন? কারণ হাওড়ায় নাবালিকাদের নিয়ে দেহব্যবসার চক্র চালাতেন উনি। বিজেপি, আপনাদের দলে কি যৌন নির্যাতনকারীরা থাকেন? আপনাদের মেয়েদের বাঁচানোর কর্মসূচির নাম পালটে মেয়েদের বিক্রি করে দাও হয়ে গেল?'
আরও পড়ুন: Maynaguri: ব্লাউজের মাপ নেওয়ার সময় বধূর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পেশায় দর্জি BJP নেতা