পরনে সাদা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয়। কপালে গেরুয়া তিলক। সারি সারি বসে রয়েছেন বিজেপি বিধায়করা। বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। তাঁরও পরনে ওই একই পোশাক। তার পাশেই বিধায়ক মিহির গোস্বামী। তিনিও সেই একই পোশাক পড়ে রয়েছেন। খানিকটা অবাক করার মতোই ঘটনা। এদিকে শুক্রবার গেরুয়া শিবিরের প্রায় সব বিধায়ককেই এই পোশাকে বিধানসভায় আসতে দেখা যায়। এমনকী বিজেপির মহিলা বিধায়করাও কপালে গেরুয়া টিপ পরেছিলেন। বিধায়কদের এই একই ধরণের পোশাক নজর কাড়ে অনেকেরই। এককথায় আক্ষরিক অর্থেই একেবারে গেরুয়া ব্রিগেড।
এই শৃঙ্খলিত পোশাকের জেরে স্বাভাবিকভাবেই নজর কাড়েন বিজেপির বিধায়করা। কিন্তু কেন এমন একই ধরণের পোশাক পরে বিধানসভায় এলেন বিধায়করা? বিজেপির অন্দরমহল সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই বিধানসভায় আসার জন্য বিধায়কদের নির্দিষ্ট ড্রেস কোড চালু করেছেন। বিধানসভার প্রথমদিনও সকলকে সাদা পাঞ্জাবি পরে আসার কথাই বলা হয়েছিল। সেকারণেই তাঁরা সাদা পাঞ্জাবি পরেই বিধানসভায় আসেন। এরপর সকলে শুভেন্দু অধিকারীর ঘরে জড়ো হয়েছিলেন। সেখানেই গেরুয়া তিলক ও উত্তরীয় দেওয়া হয় বিজেপির অন্য়ান্য বিধায়কদের। এরপরই তাঁরা এক এক করে বিধানসভার মূল কক্ষে প্রবেশ করেন। বিশ্বাস এক, দর্শন এক, পোশাকের মাধ্যমে সেই ঐক্যবদ্ধতাই কার্যত তুলে ধরতে চাইলেন বিজেপি বিধায়করা। আর এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘গেরুয়া মানে সনাতন ভারত আর স্বামী বিবেকানন্দর প্রতীক।’