যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশি দূরে নেই, তবে ভারতের তারকা শুভমন গিলের ফোকাস আপাতত ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই। গুজরাট টাইটান্সকে প্লে-অফে তোলাই তাঁর মূল লক্ষ্য।
এদিকে ২০২৪ সালেই আইপিএলের ঠিক পরে জুনে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা মার্কি ইভেন্টের জন্য শুভমনকে দলে রাখা হবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। দলে ঢোকার জন্য ওপেনার হিসেবে তাঁর লড়াই যশস্বী জয়সওয়ালের সঙ্গে। শুভমান গিল অবশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন যে, তিনি খুব বেশি এই সব নিয়ে এখনই ভাবছেন না। জাতীয় দলের জায়গা পাকা করার জন্য তিনি আইপিএলকে মঞ্চ করেননি। তিনি গুজরাট টাইটান্সকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখন লড়াই করছেন। আপাতত এটাই তাঁর আগ্রাধিকার।
আরও পড়ুন: সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া
সম্প্রতি স্পোর্টস তকের সঙ্গে কথা বলার সময়ে বিশ্বকাপে তাঁর খেলা প্রসঙ্গে শুভমন বলেছেন, ‘ভারতের হয়ে খেলা সব থেকে বড় বিষয়। কিন্তু এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাট টাইটান্সের প্রতি অবিচার হবে। নিজের প্রতিও সুবিচার করতে পারব না। কারণ এই মুহূর্তে গুজরাটই আমার দল।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বিশ্বকাপের দলে থাকতে চাই এবং খেলতেও চাই। সর্বোচ্চ পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব অবশ্যই করতে চাই আমি। টি-টোয়েন্টি ক্রিকেটে এর থেকে বড় মঞ্চ আর কী হতে পারে? গত বছর বিশ্বকাপ খেলেছি। বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আর একটা বিশ্বকাপ খেলার সুযোগ পেলে দুর্দান্ত হবে। তবে এত আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছি না।’
আরও পড়ুন: T20 World Cup-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেনই না সেহওয়াগ, টিমে রয়েছে চমক
এই সাক্ষাৎকারেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ধারাবাহিক পারফরম্যান্স করা সত্ত্বেও, বিশ্বকাপের তাঁর জায়গা পাকা নয়, এধরনের খবর সম্পর্কে তিনি কী মনে করেন? শুভমন স্পষ্ট জানিয়ে দেন,গত বছর আইপিএলে প্রায় ৯০০-র কাছাকাছি রান করার পরেও, তিনি সুযোগ না পেল, আর কিছুই বলার থাকবে না তাঁর।
আরও পড়ুন: ১৪-১৫ ওভার ব্যাট করে ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর
শুভমনের দাবি, ‘যখন আমার নির্বাচন নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি মনে করি, যদি শেষ আইপিএলে ৯০০-র কাছাকাছি রান করাও আমার বাছাই করার জন্য যথেষ্ট না হয়, তবে আমি সেই খেলোয়াড়দের উৎসাহিত করব, যারা দলে জায়গা করে নেবে। এবং তাদের জন্য শুভ কামনা করব।’ শুভমান গিল মন্তব্য করেছেন।
শুভমান গিল ২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত ন'টি ম্যাচে ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন। তাঁর গড় ৩৮.০০। গত মরশুমে শুভমন ১৭ ইনিংসে ১৫৮ স্ট্রাইক রেট ৮৯০ রান করেছিলেন। সেই সঙ্গে তিনি গত বার অরেঞ্জ ক্যাপও জেতেন।