বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দেনা শোধের জন্য কাজ করতে মালয়েশিয়া পাড়ি বনগাঁর যুবকের, বাড়িতে ফিরল নিথর দেহ

দেনা শোধের জন্য কাজ করতে মালয়েশিয়া পাড়ি বনগাঁর যুবকের, বাড়িতে ফিরল নিথর দেহ

মৃতদেহের প্রতীকী ছবি।

বিদেশে পাড়ি দিতেই পরিবারের সদস্যরা আশা করেন এবার হয়তো সুদিন ফিরবে। কিন্তু সেটা যে দুর্দিন বয়ে আনবে সে কথা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকী এই ঘটনা ঘটল মালয়েশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে। মার্চ মাসের ২২ তারিখ হঠাৎই সব ওলটপালট হয়ে গেল হালদার পরিবারে। বাড়িতে ফোন আসে কৃষ্ণপদ হালদার অসুস্থ। 

সংসারে অভাব–অনটন। আর তা মুছে ফেলতে প্রয়োজন বাড়তি অর্থের। তাই বিদেশে কাজ করতে গিয়েছিলেন বনগাঁর যুবক। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়িত হল না। কারণ ওখানে মর্মান্তিক পরিণতি হল বনগাঁর যুবকের। বিদেশের মাটিতে পাম বাগানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন ওই বনগাঁর যুবক। মালয়েশিয়ায় ওই বনগাঁর যুবক কৃ্ষ্ণপদ হালদার (৪৫) চোখে অনেক স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেখানেই শরীর খারাপ হয়ে যায় কৃষ্ণপদ হালদারের। তাতেই সেখানে মৃত্যু হয় তাঁর। রবিবার তাঁর দেহ বনগাঁর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। শোকে থমথমে গোটা গ্রাম। আজ, সোমবার ভোর হতেই কান্নার শব্দ ভেসে আসতে শুরু করেছে।

এদিকে যে দেনা মাথায় নিয়ে শোধ করার উদ্দেশে মালয়েশিয়া গিয়েছিলেন কৃষ্ণপদ হালদার সেই দেনা রয়েই গেল। শুধু বনগাঁর ট্যাংড়া গ্রামে বাড়ি কৃষ্ণপদ হালদারের প্রাণ চলে গেল। অদৃষ্টের এই নির্মম পরিণতিতে গোটা পরিবার আজ দিশেহারা। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কঠিন বাস্তবের মুখোমুখি পরিস্থিতিতে কেটেছে কৃষ্ণের পরিবারের সদস্যদের। তাই মালয়েশিয়া থেকে দেহ বাড়িতে আসতেই আর নিজেদের ধরে রাখতে পারেনি গোটা পারিবার। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণপদ হালদারের স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। টিনের চাল দেওয়া মাটির ঘরেই বসবাস তাঁদের। বেশ কিছু টাকা দেনা হয়ে রয়েছে বাজারে। সেই টাকা শোধ করতে বাড়তি রোজগারের জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন কৃষ্ণপদ।

আরও পড়ুন:‌ গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে সরাসরি হুমকি দিলেন সুকান্ত, নির্বাচন কমিশনে তৃণমূল‌

অন্যদিকে বিদেশে পাড়ি দিতেই পরিবারের সদস্যরা আশা করেছিলেন এবার হয়তো সুদিন ফিরবে। কিন্তু সেটা যে আরও দুর্দিন বয়ে আনবে সে কথা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকী এই ঘটনা ঘটল মালয়েশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে। মার্চ মাসের ২২ তারিখ হঠাৎই সব ওলটপালট হয়ে গেল হালদার পরিবারে। বাড়িতে ফোন আসে কৃষ্ণপদ হালদার অসুস্থ। তড়িঘড়ি তাঁকে তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করলেও বাঁচাতে পারেনি। মৃত কৃষ্ণপদ হালদারের স্ত্রীর বক্তব্য ‘‌বাজারে দেনা হয়ে গিয়েছিল। এখানে তেমন কাজ জোটেনি। যা দিয়ে দেনা শোধ করা যায়। তাই দেনা শোধের এবং পরিবারকে দাঁড় করানোর স্বপ্ন ছিল বিদেশে যান স্বামী। দুই ছেলের পড়াশোনা এবং পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। কিন্তু তা আর হল না।’‌ এই পরিস্থিতিতে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া কৃষ্ণপদ হালদারের মা এখনও বেঁচে আছেন। ছেলের মৃত্যুর খবর শুনে চোখের জল থামছে না। মাটির বাড়ির দালানে বসে মৃতের মা দুর্গারানী হালদার বলেন, ‘‌ওর মরার বয়স হয়নি। কীভাবে মৃত্যু হল বুঝতে পারছি না। টেলিফোনে কথা হতো। ওর সঙ্গে যেসব ছেলেরা ছিল তারা খুব ভাল। এখন দুটো নাতিকে নিয়ে কীভাবে সংসার চলবে। এখানে ভাল কাজ মেলেনি। যা দিয়ে সংসার চালানো সম্ভব। ২ লাখ টাকা ধার হয়ে গিয়েছিল বাজারে। তাই বাইরে গিয়ে টাকা রোজগার করে তা দিয়ে দেনা মেটানোর পরিকল্পনা ছিল। কিন্তু এত অল্প বয়সে কেন চলে গেল?‌ বুঝতে পারছি না। সব শেষ হয়ে গেল।’‌

বাংলার মুখ খবর

Latest News

কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর 'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অযোগ্য শিক্ষকরাও কি এবারের মাধ্যমিকের খাতা দেখেছিল?‌ সামনে আসছে নয়া তথ্য‌ 'পুরুষদের মনের...' তবে কি শোলাঙ্কির রান্না খেয়েই চুপিচুপি প্রেমে পড়েছেন সোহম? কঙ্গনার সঙ্গে নিজের ‘পার্থক্য’ কোথায়, নীরবতা ভাঙলেন স্বরা ভাস্কর! কী বললেন মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা? ‘আমি অরিজিন্যাল জলি LLB’, শুরুতেই ঝামেলা অক্ষয়-আরশাদের, শুরু ৩য় কিস্তির শ্যুটিং জাল জাতিগত শংসাপত্রে স্কুলে নিয়োগ! মামলা করেও তোলার আর্জি, মানল না হাইকোর্ট কলকাতায় মেট্রো পরিষেবা চলবে আরও রাত পর্যন্ত? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাই কোর্টের গরম পড়তেই বাড়িতে লাল পিঁপড়ের উৎপাত? নিজের শরীরের ক্ষতি না করে ভাগাবেন কীভাবে

Latest IPL News

LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.