নেশাগ্রহস্ত অবস্থায় চুরি করতে এসে বেহুঁশ হয়ে পড়েছিল চোর। সাত সকালে তা দেখতে পেয়ে ব্যাপক গণধোলাই দিল জনতা। মৃতপ্রায় চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার ভোজপুরানিগছ এলাকার। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা দিন দিন বাড়ছে কিন্তু পুলিশের হুঁশ নেই।
দোকান মালিক আনন্দ পাল জানিয়েছেন, শনিবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। গভীর রাতে সেখানে আসে চোরের দল। দরজা ভেঙে দোকানে ঢোকে। তার পর মুদি সামগ্রী ব্যাগে ভরে পালায় চোরের দল। কিন্তু দলে থাকা এক চোর নেশাগ্রস্ত অবস্থায় দোকানের পিছনেই ঘুমিয়ে পড়ে। তার পাশে ছিল মুদি সামগ্রী ভর্তি ব্যাগ।
সকালে ওই অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে কী ঘটেছে বুঝতে দেরি হয়নি। ঘুম থেকে তুলেই চোরকে গণধোলাই দেওয়া শুরু করেন তাঁরা। গণধোলাইয়ের জেরে চোর প্রায় আধমরা হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশকর্মীরা চোরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন।
সন্তোষ সরকার নামে এক ব্যবসায়ী বলেন, দোকান থেকে অনেক মাল ও টাকা নিয়ে গিয়েছে চোরেরা। এলাকায় চুরির ঘটনা বাড়ছে। কিন্তু পুলিশ নির্বিকার। এভাবে চললে তো ব্যবসা করতে পারব না।