গত ২৬ এপ্রিল ছিল শন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই বছর তিনি ২৯ বছরে পা দিলেন। কিন্তু যতই জন্মদিন হোক, এই বছরটা অভিনেতা কিন্তু কাজের মধ্যেই কাটালেন। সদ্যই শুরু হয়েছে শনের নতুন মেগা রোশনাই। তারই সেটে এবারের জন্মদিন উদযাপন করলেন তিনি।
আরও পড়ুন: ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমিয়ে দিলেন RCB - GT এর ম্যাচের ধারাভাষ্য
শন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন
জন্মদিনের দিনটি কীভাবে কাটিয়েছেন সেটার একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন শন। আর সেই পোস্ট থেকেই জানা গেল শন এবার তাঁর জন্মদিন রোশনাই ধারাবাহিকের সেটেই কাটিয়েছেন। সহকর্মীদের সঙ্গে মিলে কেক কাটেন তিনি। তাঁর সঙ্গে এদিন উষসী চক্রবর্তী, অনুষ্কা গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখকে দেখা যায়। শন কেক কেটে সবার আগে নায়িকাকেই খাওয়ান সেটা, অনুষ্কাও তাঁকে কেক খাইয়ে দেন।
আরও পড়ুন: 'বাহ দাদাকে তো বেশ দেখতে!' প্রতিযোগীর উপহার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ! ব্যাপারটা কী?
এদিন এই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে শন লেখেন, ' কর্মমুখর জন্মদিন কাটল কিছু পরিশ্রমী কলাকুশলীদের সঙ্গে। আমি আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার বিশেষ দিনে এত শুভেচ্ছা পাঠানোর জন্য এবং সেটাকে আরও বিশেষ করে তোলার জন্য। ভালোবাসা এবং উষ্ণতা নিও।'
আরও পড়ুন: সারেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরবের সাফাই, 'এটা প্রমাণিত হলে গান ছেড়ে দেব...'
শন বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রজেক্ট
শন বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষবার এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখানে তিনি ডাক্তার উজান চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছিলেন। এবার তিনি নতুন রূপে ধরা দিলেন রোশনাই ধারাবাহিকে। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের প্রযোজনায় শুরু হয়েছে এই মেগা।