গত ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ঐক্য নিয়ে বলতে গিয়ে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গে এক-একটি জাতির তুলনা করেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজবংশীর সঙ্গে নিজের পায়ের তুলনা করেন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের 'নিন্দা' করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এবার ওই বক্তব্যকে সমালোচনা করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন,'"রাজবংশী" শব্দের আক্ষরিক অর্থ হলো গিয়ে "রাজকীয় সম্প্রদায়" অথবা রাজার বংশধর। ব্যুৎপত্তিবিদদের বিশ্লেষণ অনুযায়ী কোচ রাজবংশের উত্তরাধিকারিদের একটি ধারা রাজবংশী জনজাতিগোষ্ঠীর সূচনা করেছিলেন। রাজবংশীদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় তাঁদের নিজের পায়ের সাথে তুলনা করে দিলেন। করতে পারলেন এমন?'
তিনি আরও লিখেছেন,'যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে বিভিন্ন সম্প্রদায় কতটা প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা বোঝাতে গিয়ে উনি নিজের দেহের অংশবিশেষের সাথে তুলনা করছিলেন, তাহলে কাউকে প্রশংসা করার জন্য নয়নের মনি, হৃদয় অথবা কর্মঠ বাহুর সাথে তুলনা টানতেন। কখনো শুনেছেন কাউকে, পায়ের সাথে অথবা নখের সাথে তুলনা করতে, প্রশংসাসূচক বক্তব্য রাখতে গিয়ে? কেউ তা করেন না কারণ তা অপমানের সামিল বলেই গণ্য হয়। '
প্রতিবাদ মতুয়াদেরও
একই ভাবে মতুয়াদের তাঁর নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মমতা, এই অভিযোগ করে বুধবার দুপুরে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সাংবাদিক সম্মেলন করে মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি তথা বিধায়ক সুব্রত ঠাকুর বলেন 'এর আগেও তিনি আমাদের ঠাকুর সম্পর্কে বিকৃত মন্তব্য করেছেন। সমাজের পিছিয়ে রাখা মানুষগুলোকে নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করে যাচ্ছেন এটা রাজ্যের প্রশাসনিক প্রধানের শোভা পায় না। আমরা রাজবংশীদের সঙ্গে যৌথভাবে প্রতিবাদ করব।'
তবে এর পাল্টা দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য,'পা ছাড়া শুভেন্দু-সুব্রতরা হাঁটা চলা করে দেখান। পায়ের গুরুত্ব অন্য যেকোন অঙ্গের থেকে কম নয়। আসলে এই সব কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন ওঁরা।'