বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাজা ঘোষণা, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাজা ঘোষণা, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অভিযুক্ত কুন্দন কুমার যাদব। নিজস্ব ছবি

মামলার শুনানি চলে ৫ মাস ধরে। অবশেষে বুধবার সেই মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আর বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। তাতে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই মামলায় মোট ২০ জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে।

গত ২৯ অগস্ট রানাঘাটে সেনকো গোল্ডের আউটলেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পুলিশের সঙ্গে ডাকাতদলের রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। অবশেষে সেই ঘটনার পাঁচ মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। ঘটনায় ধৃত ৪ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদ্বীপ দাস। তবে অপরাধীরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছে।

আরও পড়ুন: দুষ্কৃতী–পুলিশের গুলির লড়াইয়ে নায়ক এএসআই, সাহসিকতায় মুগ্ধ রানাঘাটবাসী

গত ২৯ অগস্ট নদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায় একই দিনে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল সেনকো গোল্ডের আউটলেটে। পুরুলিয়ার ঘটনায় ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হলেও রানাঘাটে ডাকাতদল সোনার আউটলেট থেকে বের হতেই পিছু ধাওয়া করেন রানাঘাট জেলা পুলিশের এএসআই রতন রায়। ডাকাতের সঙ্গে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। সেই দৃশ্য কার্যত সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিল। অকুতোভয় ওই অফিসারের গুলিতে ঘায়েল হয়েছিল ২ ডাকাত। তিনি যেভাবে একাই দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করেছেন তাতে মুগ্ধ হয়েছিলেন রানাঘাটবাসী থেকে শুরু করে পুলিশ কর্মী, আধিকারিকরা। এই ঘটনায় তদন্তে নেমে মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ৪ জনের নাম হল কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাশওয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ান। পুলিশের গুলি লাগার ফলে চিকিৎসাধীন অবস্থায় অন্য এক ডাকাতের মৃত্যু হয়। 

মামলার শুনানি চলে ৫ মাস ধরে। অবশেষে বুধবার সেই মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আর বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। তাতে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই মামলায় মোট ২০ জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। আসামিদের ভারতের দণ্ডবিধির ৩৯৫ এবং ১২০ বি ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এছাড়া অনাদায়ে এক মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একাধিক ধারায় সাজা দিয়েছেন বিচারক। এদিকে, এদিন সাজা ঘোষণা হওয়ার পরেও হাসিমুখে বাইরে বেরোতে দেখা যায় আসামি কুন্দনকে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে উত্তরে সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার কথায়, ‘আমি নির্দোষ।’ আদালতের রায়ের কপি পর চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

বাংলার মুখ খবর

Latest News

অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.