বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হটুগঞ্জে BJP-র বুথ সভাপতিকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে, করতে হবে অস্ত্রোপচার

হটুগঞ্জে BJP-র বুথ সভাপতিকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে, করতে হবে অস্ত্রোপচার

হটুগঞ্জে ভাঙচুর হওয়া তৃণমূল পার্টি অফিস

আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবারের মেরিগঞ্জ ২ নাইয়াপাড়ার ৫০ নম্বর বুথের সভাপতি রবিন সরদার। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেছে তৃণমূলি দুষ্কৃতীরা।

ডায়মণ্ড হারবারের হটুগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপির মেরিগঞ্জ ২ নাইয়াপাড়ার ৫০ নম্বর বুথের সভাপতি রবিন সরদার। রবিবার তাঁর অস্ত্রোপচার হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারীর সভা ঘিরে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে হটুগঞ্জ। বিজেপি কর্মীদের শুভেন্দুর সভায় পৌঁছতে বাধা দেওয়ার জন্য সেখানে পথ অবরোধ করে তৃণমূল। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

তৃণমূলের পালটা অভিযোগ, হটুগঞ্জে হামলা চালিয়েছে বিজেপিই। শনিবার দুপুরে এলাকার একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর হয় তৃণমূলের একটি পার্টি অফিসে। পোড়ানো হয় একটি মোটরসাইকেল।

রাতে খবর পাওয়া যায় আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবারের মেরিগঞ্জ ২ নাইয়াপাড়ার ৫০ নম্বর বুথের সভাপতি রবিন সরদার। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেছে তৃণমূলি দুষ্কৃতীরা। গুরুতর আহত রবীনবাবুকে রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবারই বিজেপি নেতার অস্ত্রোপচার হবে।

শনিবারের ঘটনায় দুপক্ষের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার ও সুন্দরবন জেলা পুলিশ। রবিবার তাদের আদালতে পেশ করা হবে।

 

বন্ধ করুন