মোটর বাইকের নম্বরের সূত্র ধরেই ডেবরায় চিকিৎসক খুনে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ডেবরা থানার রাধামোহনপুর (১১/১) গ্রাম পঞ্চায়েতের ভগবানবাসান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক হাতুড়ে চিকিৎসক ও তাঁর স্ত্রীর দেহ তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়। ঘটনাস্থলের অদূরেই একটি বাইক পড়েছিল। সেই মোটরবাইকের নম্বরের সূত্র ধরে রাতেই বান্টি মাহাতো এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ভোর রাতে ডেবরার ধামতোড় এলাকায় এক জঙ্গল থেকে মূল অভিযুক্ত ঝাড়েশ্বর সাউ (বাপ্পা) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানা এলাকায়। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা করানোর নাম করে অভিযুক্তরা চিকিৎসকের বাড়িতে ঢোকে। তার পর চিকিৎসক ও তাঁর স্ত্রীকে খুন করে পালায় দুষ্কৃতীরা। গলার নলি কাটা অবস্থায় দুজনকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার খবর দেন পুলিশে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মৃতের বাড়ির বাইরে থেকে একটি বাইক ও দুই জোড়া জুতো উদ্ধার হয়।
আরও পডুন।বাড়িতে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, 'ক্লোজ' ওসি
পুলিশ জানিয়েছে, ডেবরা থানার ভগবানবাসান এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বাড়িতে থাকতেন শেখ আলাউদ্দিন ও তাঁর স্ত্রী রূপসারা বিবি। শেখ আলাউদ্দিন পেশায় হাতুড়ে চিকিৎসক। তাঁর কাছে চিকিৎসা করানোর আছিলায় বাড়িতে ঢোকে অভিযুক্তরা। তার পর খুন করে পালিয়ে যায় দুজনে। ঘটনার সময় বাড়িতে আরও কেউ ছিল না। যে বাইকে করে তারা এসেছিল সেটি ফেলে রেখে চলে যায় দুজনে। সেই বাইকের সূত্র ধরে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন। মহিলা বন্দিদের বাধ্যতামূলক 'গর্ভবস্থা পরীক্ষা'-র আবেদন, সরাসরি ‘না’ বলল হাইকোর্ট
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।
আর পড়ুন। পকেট পার্ক করে দূষণ মোকাবিলায় নামছে বিধাননগর পুরসভা, বায়ুদূষণ রুখবে বিশেষ যন্ত্র
পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ছেলে কর্মসূত্রে কেরলে থাকেন আর মেয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনার সুবিধার্থে তিনি মেদিনীপুর শহরে থাকেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।