বাড়িতে ঢুকে তরুণীকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায়। এই ঘটনার পরই থানার ওসি তুফান দাঁ-কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীও। তাদের বিরুদ্ধে অভিযোগ, চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে তরুণীকে মারধর করা হয়। এমনকী তাঁর শ্লীলতাহানী করা হয়। এদিকে অভিযোগকারী তরুণীর পালটা দাবি, বাড়িতে তাঁর বাবা ২ লিটার মদ রেখেছিলেন। তা দেখে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালায় পুলিশ। তরুণী দাবি করে, থানার ওসি নাকি তাঁকে বলেন, 'নিচু জাতির মেয়ে, তোরা অনেক বেড়ে গিয়েছিস। থানায় জানাতে গেলে আবার এসে এই ভাবেই মারব।' এদিকে তরুণীর আরও অভিযোগ, মহিষ এবং ধান বিক্রির প্রায় ৪০ হাজার টাকা পুলিশ নিয়ে যায় বাড়ি থেকে। (আরও পড়ুন: এল মঙ্গলবার্তা, ফের কাজ করছে অনেকের 'নিষ্ক্রিয়' আধার, তবে মিটছে না বিতর্ক)
আরও পড়ুন: 'খলিস্তানি' তকমা পাওয়া নিয়ে মুখ খুললেন IPS নিজে, কুণালের খোঁচা, 'মোদীও কি তবে…'
এই অভিযোগ সামনে আসতেই শুরু হয় বিভাগীয় তদন্ত। তারপর ক্লোজ করা হয় ওসিকে। এই বিষয়ে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘটনার বিষয়ে জানার পরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহ রায়কে কোটশিলায় পাঠাই। তিনি সেখানে ঘটনার তদন্ত করেন। প্রাথমিক ভাবে অভিযোগ পেতেই আমরা পুলিশ অফিসারকে ক্লোজ করি। লিখিত অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।' এদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশকেও চাকরি থেকে বরখাস্ত করে পুরুলিয়া জেলা পুলিশ। এদিকে তরুণীর অভিযোগের ভিত্ততিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তভারের দায়িত্ব দেওয়া হয়েছে এক ডিএসপি পদমর্যাদার আধিকারিককে।
এদিকে এই ঘটনায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার ওই তরুণীর সঙ্গে দেখা করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ দেগে বিজেপি নেতা বলেন, 'আদিবাসী তরুণীকে মারধর করা হয়েছে। এই সরকারের নীতিই এমন। সন্দেশখালিতে যেমন ঘটনা ঘটছে এখানেও তাই। ওই তরুণী কোটশিলা থানায় অভিযোগ করেছেন। ওই তরুণীকে আমি দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করব। এই তরুণী যাতে সুবিচার পান তার জন্য যতদূর যেতে হবে আমরা যাব।' যদিও তৃণমূলের বক্তব্য, অভিযোগের সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। তা সত্ত্বেও বিজেপি অকারণ রাজনীতি করছে এই ঘটনা নিয়ে।