বিধাননগর সেক্টর ফাইভ ও সংলগ্ন এলাকাকে যানযট মুক্ত করতে চিংড়িঘাটা থেকে মহিষবাথান পর্যন্ত উড়ালপুল নির্মাণের পরিকল্পনা আগেই করেছিল রাজ্য সরকার। সম্ভবত পুজোর মধ্যেই জারি হতে চলেছে তার টেন্ডার। ৭০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল তৈরির দায়িত্ব বর্তেছে রাজ্য পূর্ত দফতরের ওপর। উড়ালপুল তৈরি হয়ে গেলে নিউ টাউন থেকে বাইপাসের মধ্যে যানজটের সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।
পূর্ত দফতর সূত্রে খবর, চিংড়িঘাটা থেকে নিউ টাউনের মধ্যে সেক্টর ফাইভে গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। যার ফলে গাড়ির গতি ক্রমশ স্লথ হচ্ছে। কলকাতা থেকে নিউ টাউনে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তাই নতুন উড়ালপুলের পরিকল্পনা করা হয়েছে। ৪ লেনের এই উড়ালপুরে থাকবে ২টি ব়্যাম্প। কলেজ মোড়ের ব়্যাম্পটি দিয়ে শুধুমাত্র উড়ালপুল থেকে নামা যাবে। আর গদরেজ ওয়াটারসাইডের দিকের ব়্যাম্প দিয়ে শুধু ওঠা যাবে।
তবে উড়ালপুল তৈরিতে এখনও কয়েকটা হ্যাপা আছে। প্রথমত এতদিন ঠিক ছিল KMDA উড়ালপুল বানাবে। সেই মতো তারা DPR তৈরি করেছিল। এখন সেই ভার বর্তেছে পূর্ত দফতরের ওপর। পূর্ত দফতর KMDA-র DPR খড়গপুর IITকে দিয়ে পরীক্ষা করাতে চায়। সেজন্য কিছু সময় যাবে। এছাড়া উড়ালপুল পূর্ব কলকাতা জলাভূমির পাশ দিয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকারের অনুমতিও প্রয়োজন। ইতিমধ্যে সমস্ত নথি হস্তান্তর হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুজোর আগেই এই উড়ালপুলের দরপত্র প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর।
নিউ টাউনের বাসিন্দারা বলছেন, দিনের ব্যস্ত সময়ে চিংড়িঘাটা থেকে মহিষবাথান সামান্য পথ আসতে বারবার ট্র্যাফিকে দাঁড়াতে হয়। এই উড়ালপুল চালু হলে সেই সমস্যা মিটবে। সুগম হবে নিউ টাউনের সঙ্গে কলকাতার যোগাযোগ।