বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Habra: ঘুমন্ত বউমাকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ অশীতিপর শ্বশুরের বিরুদ্ধে

Habra: ঘুমন্ত বউমাকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ অশীতিপর শ্বশুরের বিরুদ্ধে

নিহত বধূ মুক্তি বিশ্বাস ও খুনি শ্বশুর গোপাল বিশ্বাস। 

ফিরে এসে দেখি ছোট ছেলে ফোঁপাচ্ছে। ঘরে ঢুকে দেখি রক্তে ভেসে যাচ্ছে বিছানা। দেওয়ালেও রক্ত। স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিছানায়। অদূরেই দা হাতে দাঁড়িয়ে বাবা, জানালেন মৃতের স্বামী

বয়স যত বাড়ছিল ততই বাড়ছিল খাই খাই বাতিক। তা নিয়ে ছেলে বউমার সঙ্গে খিটিমিটি লেগে থাকত প্রাক্তন সেনাকর্মী ৭৫ বছরের বৃদ্ধের। কিন্তু তাই বলে যে তিনি বউমাকে কুপিয়ে খুন করতে পারেন তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। কিন্তু কালীপুজোর সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরার শ্মশান মোড় এলাকায়। মুক্তি বিশ্বাস (৪০) নামে ওই গৃহবধূকে ভর দুপুরে ঘুমন্ত অবস্থায় কোপান শ্বশুর গোপাল বিশ্বাস। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বধূর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের স্বামী দেবু বিশ্বাস জানিয়েছেন, বাবা বড্ড জেদি। বয়স যত বাড়ছিল ততই বাড়ছিল খাবারের চাহিদা। বাবা মোটা টাকা পেনশন পান। আমরা তাঁর যত্নে কোনও খামতি রাখি না। রবিবার বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল। কিন্তু তা খেতে চাননি বাবা। তিনি পকোড়া খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমি পকোড়া এনে দিই।

তিনি বলেন, এর পর খেয়ে দেয়ে আমার স্ত্রী ঘুমাতে চলে যান। বাবা ঘরে টিভি দেখছিলেন। বড় ছেলে কম্পিউটারে কিছু একটা করছিল। ছোট ছেলে আর আমি বাড়িতে মোমবাতি লাগাচ্ছিলাম। এর মধ্যে মোমবাতি কম পড়ে। আমি ছোট ছেলেকে বাড়িতে রেখে পাড়ার দোকানে মোমবাতি আনতে যাই।

দেবু বিশ্বাস বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে দেখি ছোট ছেলে ফোঁপাচ্ছে। ঘরে ঢুকে দেখি রক্তে ভেসে যাচ্ছে বিছানা। দেওয়ালেও রক্ত। স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিছানায়। অদূরেই দা হাতে দাঁড়িয়ে বাবা। আমি সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে দা কেড়ে নিই। এর পর প্রতিবেশীদের ডাকি। সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন’।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অশীতিপর গোপালবাবুকে গ্রেফতার করে তারা। প্রতিবেশীরা জানাচ্ছেন, গোপালবাবু বরাবর একগুঁয়ে। কারও মত মানতেন না তিনি। মাঝে ছেলের সঙ্গে ঝগড়া করে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তবে তিনি যে মানুষ খুন করতে পারেন তা ভাবতে পারিনি। নিহতের স্বামী জানিয়েছেন, বাবা আমার ও আমার ছেলেদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। আমি বাবার ফাঁসি চাই। এরকম বাবা যেন কারও না হয়।

 

বাংলার মুখ খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.