বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Toy train: রাতেও চলবে টয়ট্রেন, কুয়াশায় মোড়া পাহাড়, স্বপ্নের যাত্রা শুরু শীঘ্রই

Toy train: রাতেও চলবে টয়ট্রেন, কুয়াশায় মোড়া পাহাড়, স্বপ্নের যাত্রা শুরু শীঘ্রই

রাতেও দার্জিলিংয়ে চলবে টয়ট্রেন।  (ফাইল ছবি)

সামনেই বড়দিনের উৎসব। আলোকমালায় সেজে উঠবে পাহাড়। ঢল নামবে পর্যটকদের। আর তার আগে কুয়াশা মোড়া পাহাড়ি পথে আলো জ্বেলে চলবে টয় ট্রেন। পর্যটকদের কাছে নিঃসন্দেহে বড় পাওনা।

রাতেও চলবে টয়ট্রেন। পাহাড় জুড়ে চাঁদের আলো। কুয়াশার রহস্যময়তা। আর তার বুক চিরেই ছুটে চলবে টয়ট্রেন। স্বপ্নের মতো শোনালেও বাস্তবে সেটাই সম্ভব হতে চলেছে। সূত্রের খবর, দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ঘণ্টা দেড়েকের জয় রাইড এবার রাতেও হবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন, ঘুম উইন্টার ফেসটিভালের অঙ্গ হিসাবে এই উদ্য়োগ শুরু হচ্ছে। আগামী শনিবার থেকে এই উদ্যোগ শুরু হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ৪ ডিসেম্বর পর্যন্ত রাতেও চলবে টয় ট্রেন। তবে আগামী দিনে যদি এই রাতের বেলা টয়ট্রেন চাপতে পর্যটকরা উৎসাহ বোধ করে তবে এই উদ্যোগটি ধারাবাহিকভাবেই চলবে।

টয়ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, কেবলমাত্র সপ্তাহের শেষে শনি ও রবিবার রাতে টয়ট্রেন চলবে। ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা চলবে আপাতত। সন্ধ্যা ৬টা নাগাদ দার্জিলিং ছাড়বে টয়ট্রেন। বাতাসিয়া লুপে মিনিট ১৫ থামবে টয়ট্রেন। এরপর ঘুম স্টেশনে এসে ট্রেনটি থামবে। দার্জিলিং থেকে এর দূরত্ব মাত্র ৫-৬ কিমি। পরে ফের ট্রেনটি দার্জিলিংয়ে ফিরে যাবে। তবে ঘুম স্টেশনে প্রায় ২৫ মিনিট ট্রেনটি থাকবে।

এদিকে ডিজেলচালিত টয় ট্রেনে জয় রাইডের খরচ ১০০০ টাকা মাথাপিছু। আর স্টিম ইঞ্জিনে মাথাপিছু টিকিট ১৫০০ টাকা। প্রিয়াংশু জানিয়েছেন, ঘুম শীতকালীন উৎসবে পর্যটকরা ঘুম স্টেশনে পাহাড়়ি খাবারের ব্যবস্থা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। দ্বিতীয়বারের জন্য এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

সামনেই বড়দিনের উৎসব। আলোকমালায় সেজে উঠবে পাহাড়। ঢল নামবে পর্যটকদের। আর তার আগে কুয়াশা মোড়া পাহাড়ি পথে আলো জ্বেলে চলবে টয় ট্রেন। পর্যটকদের কাছে নিঃসন্দেহে বড় পাওনা।

 

বন্ধ করুন