সন্দেশখালির ‘সন্দেশ’ এখনও যে বুঝতে পারেননি রাজ্যের সমস্ত তৃণমূল নেতা তা টের পাওয়া গেল সোমবার। যে সব মন্তব্য করার জন্য জনগর্জনে এখন সেখানকার তৃণমূল নেতাদের বাড়ি ঘর ছেড়ে বনে জঙ্গলে রাত কাটাতে হচ্ছে তেমনই হুমকি শোনা গেল বীরভূমের এক তৃণমূল নেতার মুখ থেকে। সোমবার বীরভূমের ময়ূরেশ্বরে এক দলীয় সভায় তৃণমূল নেতা জটিল মণ্ডল বলেন, ভোটে বেইমানি করলে বা দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নিতে হবে। তৃণমূল নেতার এই মন্তব্যে তীব্র নিন্দা করেছে বিজেপি। মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: দিব্যেন্দু কি বিজেপিতে যোগ দেবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল সাংসদের
ময়ূরেশ্বর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডলের ওই হুমকি ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের এক সভায় যোগ দেন জটিল মণ্ডল। আর সেখানই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশে বলেন, 'কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু লয়। ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোন জায়গায় কোন ঢোল পাততে পারবি না। থানা - পুলিশ - কোর্টে একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস , তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। আর আমাদের বিরুদ্ধে যদি অপপ্রচার করিস তাহলে একদম হাত কেটে নেব’।
তিনি আরও বলেন। বলবেন, ‘তুই আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছিস। তোর বউ আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছে। তুই চাল খাচ্ছিস। জমির টাকা লিচ্ছিস, শালা সব লিচ্ছিস। আর ভোটটা অন্য দিকে মারবি, ছেড়ে কথা কইব না।’
আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল, গ্রেফতার হলেন নওশাদ সিদ্দিকী
তৃণমূল নেতার এই হুমকির পাল্টা হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল। তিনি বলেন, 'উনি যদি কারও হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে'। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। জটিল মণ্ডলের এই মন্তব্য নিয়ে জেলা তৃণমূলের কোনও নেতা মুখ খোলেননি।