অফলাইনেই হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। অন্য স্কুলে গিয়ে পড়ুয়াদের যেমন পরীক্ষা দিতে হত, এবারও সেভাবেই হবে মাধ্যমিক। মঙ্গলবার রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদের ভার্চুয়াল বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলাশাসক ও মহকুমা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অফলাইনেই এবার মাধ্যমিক পরীক্ষা হবে। সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর তিনটে পর্যন্ত।করোনাভাইরাস পরিস্থিতিতে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। সেজন্য বাড়তে চলেছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা।
চলতি বছর ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। সূত্রের খবর, পরীক্ষার্থীরা যাতে সহজেই যাতায়াত করতে পারে, সেজন্য পরীক্ষার দিনগুলিতে রাজ্য সরকারকে গণপরিবহণ বাড়ানোর আর্জি জানিয়েছে পর্ষদ। তারইমধ্যে মঙ্গলবারের বৈঠকে পরীক্ষা শেষের আগেই প্রশ্নপ্রত্র ফাঁস হয়ে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে। শেষ কয়েক বছর (করোনাভাইরাস পরিস্থিতির আগে) বিভিন্ন বিষয়ের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল। তা রুখতে পরীক্ষা চলাকালীন রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হতে হবে। নজরদারির জন্য বসানো হতে পারে সিসিটিভি। শুধু তাই নয়, পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিক পরীক্ষার সময় যে শিক্ষকরা নজরদারির দায়িত্বে থাকবেন, তাঁদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। নজরদারির দায়িত্বে পার্শ্বশিক্ষকদের রাখা হবে না।
অ্যাডমিট কার্ড বিতরণ
পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ (২৩ ফেব্রুয়ারি) পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড বণ্টন করা হবে। অ্যাডমিট কার্ডে কোনও সংশোধন করতে হলে ৪ মার্চ পর্যন্ত করা যাবে।