বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গ্রেফতার তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রে জড়িত দুষ্কৃতী, RSS-এর লোক, দাবি MLAর

গ্রেফতার তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রে জড়িত দুষ্কৃতী, RSS-এর লোক, দাবি MLAর

ধৃত চিরঞ্জিত হালদার।

গত ১১ অক্টোবর তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সেকথা জানিয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ।

বিধায়কের অভিযোগের ভিত্তিতে তাঁকে খুনের ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে বারুইপুর থানার বেতবেড়িয়া থেকে অভিযুক্ত চিরঞ্জিৎ হালদার ওরফে চিরনকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাঁকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

গত ১১ অক্টোবর তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সেকথা জানিয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘটনায় মূল অভিযুক্ত তথা মূল চক্রী চিরঞ্জিত হালদার ওরফে চিরনকে বারুইপুর থানার অন্তর্গত বেতবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে প্রাথমিক জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

অভিযুক্তের গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক পরেশরাম দাস জানান, ‘অভিযুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতী। তার সেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি দেখতে পাওয়া যায়’। তাঁকে খুনের ষড়যন্ত্রের পিছনে বিজেপির ও আরএসএস-এর হাত রয়েছে বলে জানান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

 

বন্ধ করুন