বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: রাজনৈতিক প্রতিহিংসা! আইনজীবীর বাড়িতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: রাজনৈতিক প্রতিহিংসা! আইনজীবীর বাড়িতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের সাংবাদিক প্রশ্নের জবাব নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মমতা।

পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে আরও অনেককে গ্রেফতার করা হতে পারে। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এমনই অশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে কলকাতার এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সে প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। মেঘালয় ভোটের ফল বেরনোর আগের রাতে তল্লাশি চালানো হয়েছে আইনজীবীর বাড়িতে।

বৃহস্পতিবার অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের সাংবাদিক প্রশ্নের জবাব নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ' আইন-আদালত -নিবার্চন কমিশন-তদন্তকারী সংস্থা সব কুক্ষিগত করে রেখে দেশ চালাতে চাইতে কিছু রাজনৈতিক দল।' এ প্রসঙ্গে তিনি বুধবার রাতে সরকারি আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি প্রসঙ্গে তোলেন। তিনি বলেন,'সরকারের স্ট্যাডিং কাউন্সিলের সদস্য আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আবার সুপ্রিম কোর্টের স্ট্যাডিং কাউন্সিলের সদস্য। এমন একটা সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হল যখন মেঘালয়ে ভোটের ফল প্রকাশ হবে। এ আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু না।' তাঁর আরও সংযোজন,'উনি আবার রাজ্য সরকারেরও আইনজীবী। আমি জিজ্ঞাসা করলাম, কী পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আইনজীবী বললেন কিছু না। ওঁরা খালি আপনাদের কথা জিজ্ঞাসা করছিল।' 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আইনজীবী হিসাবে তাঁর ফি নেওয়ার অধিকার আছে। তিনি একটা মামলায় টাকা ফেরতও দিয়েছিলেন।’

(ইলেকট্রনিক মেশিনে সন্দেহ আছে: মমতা, ত্রিপুরায় শূন্য, উত্তরপূর্বে ধাক্কা তৃণমূলের)

এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই তো কেষ্টকে দিল্লি নিয়ে যাবে ইডি। কেন? কারণ সামনে পঞ্চায়েত ভোট। সামনে লোকসভা ভোট আসছে আরও অনেক গ্রেফতার করবে ওরা।'

 

বন্ধ করুন