বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

পুজোর আগে চা শ্রমিকরা বোনাস পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। যদিও কবে বোনাস দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

বোনাস নিয়ে বেশ কয়েকটি চা বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের অসন্তোষ চলছিল। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে অনেক চা বাগান কর্তৃপক্ষ। যদিও সেই বোনাস শ্রমিকদের দাবির থেকে কম বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পুজোর মুখে বোনাস পাওয়ায় খুশি চা শ্রমিকরা। আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান, জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি চা বাগান, মালবাজার ব্লকের সাইলি চা বাগান কর্তৃপক্ষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বোনাস দেওয়ার কথা ঘোষণার পরেই শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: বৈঠকে সিদ্ধান্ত হলেও, চা বাগানে বোনাস নিয়ে দ্বন্দ্ব তৃণমূল শ্রমিক সংগঠনেই

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। উল্লেখ্য, বোনাস নিয়ে বিক্ষোভের জেরে বানারহাটের চা বাগানে ১৪ অক্টোবর থেকে থেকে কাজ হয়ে যায়। ১৬ অক্টোবর জলপাইগুড়ি প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ১৪ শতাংশ বোনাসের দাবি জানান শ্রমিকরা। কিন্তু, মালিকপক্ষ জানিয়ে দেয় ১১ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না। শেষমেশ তা মেনে নেন শ্রমিকরা। যদিও শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৪ শতাংশ বোনাস দেওয়া হবে। প্রথমে ১১ শতাংশ দেওয়া হবে। পরে তিন শতাংশ মিটিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, মালবাজার ব্লকের সাইলি চা বাগানেও বোনাস নিয়ে আন্দোলন চলছিল। সেক্ষেত্রে ১৫ শতাংশ বোনাস দেওয়ার সম্মতি জানিয়েছে মালিকপক্ষ। তবে নতুন করে ক্যারন ও সামসিং বাগান বন্ধ হয়েছে। নাগরাকাটার ক্যারনের মালিকপক্ষ ১০ শতাংশের বেশি দিতে রাজি হচ্ছেন না। তবে শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবি জানাচ্ছেন। জানা যায়, সোমবার গভীর রাতে মালিক বাগান ছেড়ে চলে যান। মেটেলি ব্লকের সামসিং বাগানও বন্ধ রয়েছে। মালিকপক্ষ বাগান আর চালাতে পারছেন না বলে জানিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানিয়েছেন। এই অবস্থায় ওই দুই চা বাগানের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

অন্যদিকে, কালচিনি ব্লকের দল সিংপাড়া চা বাগানেও শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবার বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। যার ফলে দুর্গাপুজোর আগে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন শ্রমিকরা। সেখানে পুজোর মণ্ডপ তৈরির কাজও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

পেটের ঝামেলা থেকে নিমেষে মুক্তি দেয় জোয়ানের রুটি, রয়েছে আরও উপকার চিৎকার করা সঞ্জয় জেলে গিয়ে একেবারে চুপচাপ! শান্ত, কাজ করতে হবে এবার পুলিশের জালে ভুয়ো পাসপোর্টধারী বাংলাদেশি হিন্দু,নাগরিকত্বের আশ্বাস দিলেন সুকান্ত মুখ্যমন্ত্রীর সাধের বাউল অ্যাকাডেমি বন্ধ হয়ে পড়ে আছে, কেন এমন ঘটনা ঘটেছে? ক্লাস টেন পর্যন্ত পড়ে ‘ডাক্তারি’, ৩ বছর ধরে রোজের রোজগার প্রায় ৩৫,০০০ টাকা! চাহালের ফাইল বন্ধ করে দিয়েছে, নির্বাচকদের তোপ আকাশ চোপড়ার কালাষ্টমীতে কালভৈরবকে নিবেদন করুন এগুলি, যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি বল হাতে আনিসার চমক, স্কটিশদের হারিয়ে ছোটদের T20 বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ দাদা নয়, জেহর দেখভাল করেন যিনি তিনিই আসল 'হিরো'! সইফের হামলার পর কী লিখলেন সাবা কলকাতার গায়িকা, ছিল প্রাইভেট ট্রেন, ভারতের প্রথম রেকর্ড করা শিল্পীকে চেনেন?

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.