বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

পুজোর আগে চা শ্রমিকরা বোনাস পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। যদিও কবে বোনাস দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

বোনাস নিয়ে বেশ কয়েকটি চা বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের অসন্তোষ চলছিল। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে অনেক চা বাগান কর্তৃপক্ষ। যদিও সেই বোনাস শ্রমিকদের দাবির থেকে কম বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পুজোর মুখে বোনাস পাওয়ায় খুশি চা শ্রমিকরা। আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান, জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি চা বাগান, মালবাজার ব্লকের সাইলি চা বাগান কর্তৃপক্ষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বোনাস দেওয়ার কথা ঘোষণার পরেই শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: বৈঠকে সিদ্ধান্ত হলেও, চা বাগানে বোনাস নিয়ে দ্বন্দ্ব তৃণমূল শ্রমিক সংগঠনেই

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। উল্লেখ্য, বোনাস নিয়ে বিক্ষোভের জেরে বানারহাটের চা বাগানে ১৪ অক্টোবর থেকে থেকে কাজ হয়ে যায়। ১৬ অক্টোবর জলপাইগুড়ি প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ১৪ শতাংশ বোনাসের দাবি জানান শ্রমিকরা। কিন্তু, মালিকপক্ষ জানিয়ে দেয় ১১ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না। শেষমেশ তা মেনে নেন শ্রমিকরা। যদিও শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৪ শতাংশ বোনাস দেওয়া হবে। প্রথমে ১১ শতাংশ দেওয়া হবে। পরে তিন শতাংশ মিটিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, মালবাজার ব্লকের সাইলি চা বাগানেও বোনাস নিয়ে আন্দোলন চলছিল। সেক্ষেত্রে ১৫ শতাংশ বোনাস দেওয়ার সম্মতি জানিয়েছে মালিকপক্ষ। তবে নতুন করে ক্যারন ও সামসিং বাগান বন্ধ হয়েছে। নাগরাকাটার ক্যারনের মালিকপক্ষ ১০ শতাংশের বেশি দিতে রাজি হচ্ছেন না। তবে শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবি জানাচ্ছেন। জানা যায়, সোমবার গভীর রাতে মালিক বাগান ছেড়ে চলে যান। মেটেলি ব্লকের সামসিং বাগানও বন্ধ রয়েছে। মালিকপক্ষ বাগান আর চালাতে পারছেন না বলে জানিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানিয়েছেন। এই অবস্থায় ওই দুই চা বাগানের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

অন্যদিকে, কালচিনি ব্লকের দল সিংপাড়া চা বাগানেও শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবার বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। যার ফলে দুর্গাপুজোর আগে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন শ্রমিকরা। সেখানে পুজোর মণ্ডপ তৈরির কাজও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির রিনাকে ভুলে কিরণকে বিয়ে! প্রসব যন্ত্রণায় কাতর প্রথম স্ত্রী চড় কষান আমিরের গালে

Latest IPL News

রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.