বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

দাবি ছিল ১৪%, টানাপোড়েনের পর ১১% বোনাস চা বাগানের শ্রমিকদের!

পুজোর আগে চা শ্রমিকরা বোনাস পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। যদিও কবে বোনাস দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

বোনাস নিয়ে বেশ কয়েকটি চা বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের অসন্তোষ চলছিল। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে অনেক চা বাগান কর্তৃপক্ষ। যদিও সেই বোনাস শ্রমিকদের দাবির থেকে কম বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পুজোর মুখে বোনাস পাওয়ায় খুশি চা শ্রমিকরা। আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান, জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি চা বাগান, মালবাজার ব্লকের সাইলি চা বাগান কর্তৃপক্ষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বোনাস দেওয়ার কথা ঘোষণার পরেই শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: বৈঠকে সিদ্ধান্ত হলেও, চা বাগানে বোনাস নিয়ে দ্বন্দ্ব তৃণমূল শ্রমিক সংগঠনেই

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানে শ্রমিকদের বোনাস না মেলায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা অবস্থান শুরু করেন। মালিক পক্ষের তরফে শ্রমিকদের জানানো হয়, ১১ শতাংশ বোনাস দেওয়া হবে। উল্লেখ্য, বোনাস নিয়ে বিক্ষোভের জেরে বানারহাটের চা বাগানে ১৪ অক্টোবর থেকে থেকে কাজ হয়ে যায়। ১৬ অক্টোবর জলপাইগুড়ি প্রশাসনের উদ্যোগে মালিক ও শ্রমিকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ১৪ শতাংশ বোনাসের দাবি জানান শ্রমিকরা। কিন্তু, মালিকপক্ষ জানিয়ে দেয় ১১ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না। শেষমেশ তা মেনে নেন শ্রমিকরা। যদিও শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৪ শতাংশ বোনাস দেওয়া হবে। প্রথমে ১১ শতাংশ দেওয়া হবে। পরে তিন শতাংশ মিটিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, মালবাজার ব্লকের সাইলি চা বাগানেও বোনাস নিয়ে আন্দোলন চলছিল। সেক্ষেত্রে ১৫ শতাংশ বোনাস দেওয়ার সম্মতি জানিয়েছে মালিকপক্ষ। তবে নতুন করে ক্যারন ও সামসিং বাগান বন্ধ হয়েছে। নাগরাকাটার ক্যারনের মালিকপক্ষ ১০ শতাংশের বেশি দিতে রাজি হচ্ছেন না। তবে শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবি জানাচ্ছেন। জানা যায়, সোমবার গভীর রাতে মালিক বাগান ছেড়ে চলে যান। মেটেলি ব্লকের সামসিং বাগানও বন্ধ রয়েছে। মালিকপক্ষ বাগান আর চালাতে পারছেন না বলে জানিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানিয়েছেন। এই অবস্থায় ওই দুই চা বাগানের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।

অন্যদিকে, কালচিনি ব্লকের দল সিংপাড়া চা বাগানেও শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবার বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। যার ফলে দুর্গাপুজোর আগে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন শ্রমিকরা। সেখানে পুজোর মণ্ডপ তৈরির কাজও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.