বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সুরাটে ট্রেনের মধ্যে আত্মহত্যা বাংলার পরিযায়ী শ্রমিকের, শৌচালয়ে উদ্ধার দেহ

সুরাটে ট্রেনের মধ্যে আত্মহত্যা বাংলার পরিযায়ী শ্রমিকের, শৌচালয়ে উদ্ধার দেহ

ট্রেনের শৌচালয়ে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক। প্রতীকী ছবি

স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সংসার ওই পরিযায়ী শ্রমিকের। মাঝখানে তার কোনও কাজ ছিল না। তার শ্যালক গুজরাটের সুরাটে একটি শাড়ির দোকানে কাজ করেন। সেখানেই তার জন্য কাজের ব্যবস্থা করেছিলেন তার শ্যালক। সেই সূত্র ধরেই তিনি সুরাটে যাচ্ছিলেন। শুক্রবার ট্রেনে করে সুরাটে রওনা দিয়েছিলেন সুনীল মুর্মু।

বাঁকুড়ার পর এবার ট্রেনের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল বালুরঘাটের এক পরিযায়ী শ্রমিকের। বাড়ি থেকে ট্রেনে করে তিনি ভিন রাজ্যে কাজে যাচ্ছিলেন। তখনই ট্রেনের শৌচালয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বছর ৩৫–এর পরিযায়ী শ্রমিক সুনীল মুর্মু। তিনি বালুরঘাট ব্লকের বোয়ালরা গ্রাম পঞ্চায়েতের দোগাছি ফরেস্ট পাড়ার বাসিন্দা। রবিবার সকালে তার পরিবারকে মৃত্যুর খবর দেয় জিআরপি। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সদস্যদের মধ্যে।

আরও পড়ুন: রুপো চুরির দায়ে বাংলার ২ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন গুজরাটে, আটক মালিক সহ ৭

জানা গিয়েছে, স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সংসার ওই পরিযায়ী শ্রমিকের। মাঝখানে তার কোনও কাজ ছিল না। তার শ্যালক গুজরাটের সুরাটে একটি শাড়ির দোকানে কাজ করেন। সেখানেই তার জন্য কাজের ব্যবস্থা করেছিলেন তার শ্যালক। সেই সূত্র ধরেই তিনি সুরাটে যাচ্ছিলেন। শুক্রবার ট্রেনে করে সুরাটে রওনা দিয়েছিলেন সুনীল মুর্মু। তবে রবিবার সুরাট স্টেশনে জিআরপি ট্রেন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। পুলিশের থেকে জানা গিয়েছে হাওড়া থেকে তিনি ট্রেনে উঠেছিলেন। বাড়ি থেকে বেরোনোর সময় অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি পরিবারের সদস্যরা। শুক্রবার রাত এবং শনিবার সারাদিন ট্রেনে ছিলেন। রবিবার ভোরে ট্রেনের শৌচালয়ে গিয়েছিলেন তারপরে আর তিনি নিজের সিটে ফেরেননি।

এই ঘটনায় কীভাবে ওই পরিযায়ী শ্রমিক শৌচালয়ের মধ্যে আত্মঘাতী হলেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যে এই ঘটনায় জিআরপির তরফে বালুরঘাট থানায় যোগাযোগ করা হয়। পরে বালুরঘাট থানার পুলিশ সুনীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। মৃতদেহ ফিরে পাওয়ার জন্য ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে সব রকম ভাবে সাহায্য করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার দুদিন আগে ট্রেনে করে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।মৃতের নাম কুরবান খান। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার সরিষাদিঘি গ্রামে। ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে পরিবার। মার্বেল মিস্ত্রি হিসাবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন কুরবান।সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই পথে অন্ধ্রপ্রদেশের টুনি এলাকায় রহস্যজনক ভাবে তার মৃত্যু হয়।

 

বাংলার মুখ খবর

Latest News

বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.