তিনদিনের আম উৎসব। শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলে শুরু হয়েছে এই উৎসব। গত ৯ জুন এই উৎসবের শুরু হয়েছিল। আর সেখানে একেবারে নজর কাড়ল আমের রাজা মিয়াজাকি। জাপানি আম নিয়ে একেবার হইহই কাণ্ড আম উৎসবে।
হিমসাগর, ল্যাংরা, আম্রপালীরা তো আছেই। উৎসবে এসেই অনেকেই খোঁজ করছেন, মিয়াজাকিটা কোথায়? মডেলা কেয়ারটেকার সেন্টার অ্যান্ড স্কুল, অ্যাসোসিয়েশন ফর কনজার্ভেশন অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ২৬২ ধরনের আমের প্রজাতি রয়েছে এখানে। আম দেখা, আম কেনার জন্য ভিড়। তবে সবারই চোখ একজায়গায় এসে আটকে যাচ্ছে, সেটা হল মিয়াজাকি।
এএনআইয়ের খবর অনুসারে বিশ্বের সবথেকে দামি আম হল এই মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে এর দাম ২.৭৫ লাখ প্রতি কেজি। আর সেই আম এবার শিলিগুড়ির আম মেলায়। লোকজন ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে সেই আম দেখছেন। কিন্তু কিনছেন কি?
আসলে দেখাশোনা ফ্রি। কিন্তু কেনাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এত দাম শুনেই পিছিয়ে আসছেন অনেকেই।
সূত্রের খবর, বীরভূমের দুবরাজপুরের একটি মসজিদ চত্বরে এই জাপানি আম গাছ হয়েছিল। আর সেখানেই ফলেছে মিয়াজাকি আম। একটা বাক্সে করে অত্যন্ত যত্ন করে সেই আম নিয়ে আসা হয় শিলিগুড়িতে। তুলোর মধ্য়ে বাক্সের মধ্যে লাল আম। কিন্তু দাম শুনলে একেবারে চমকে ওঠার মতো।
আসলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হয় এই আম নাকি অ্যান্টি অক্সিড্যান্ট ও বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিডে সমৃদ্ধ। চোখের পক্ষেও নাকি এই আমের জুড়ি মেলা ভার। এটি আসলে জাপানি প্রজাতির আম। অনলাইনে লাখ টাকা দামে বিক্রি হয়। তবে বর্তমানে ভারতের কয়েকটি জায়গায় এই আম হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে রীতিমতো পাহারা দিয়ে এই আম চাষ করা হয়।
এই আম নিয়ে নানা মিথ রয়েছে। মোটামুটিভাবে এক একটি আম ৩৫০ গ্রাম মতো হয়। কিন্তু দামের জন্য এই আম কিনতে পারেননা অনেকেই।