মুর্শিদাবাদে ফের বসত বাড়িতে খোঁজ পাওয়া গেল অস্ত্র কারখানার। শনিবার রাতে মুর্শিদাবাদের ভরতপুরে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। মুর্শেদ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। এই কারবারে আর কে কে যুক্ত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ বীরভূম সীমানায় কালীদহ সেতুর কাছে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। তাকে জেরা করেই মুর্শেদ শেখের সন্ধান পান গোয়েন্দারা। শনিবার রাতে মাড়গ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে মুর্শেদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। শৌচাগারের পাশে একটি গোপন ঘর থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে একটি ঘটনায় গ্রেফতার হয়েছিল মুর্শেদ। জেলে থাকার সময় অন্য দুষ্কৃতীদের সঙ্গে পরিচয় হয় তার। জেল থেকে বেরিয়ে অস্ত্র তৈরির কারবার শুরু করে সে। তার বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে পাচার হত। কিছু অস্ত্র বাংলাদেশে গিয়েছে বলে অনুমান।
এর আগেও মুর্শিদাবাদে বসতবাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। বাড়িতে গোপন কুঠুরি তৈরি করে সেখানে অস্ত্র কারখানা চালানোর অভিযোগ উঠেছিল। ফের একই ধরণের অস্ত্র কারখানার সন্ধান মেলায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।