বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছুটির দিনে অফিসারদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব, বন্যা পরিস্থিতির আশঙ্কা

ছুটির দিনে অফিসারদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব, বন্যা পরিস্থিতির আশঙ্কা

ডিভিসি’‌র মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হল জল।

দুর্বল নদী বাঁধগুলির উপর নজরদারি চালাচ্ছে সেচ দফতর। বড় কোন বিপর্যয় হলে দ্রুত জেলা ও রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নানা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ছুটির দিনে জরুরি বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ে দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির জেরে ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। আবার নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে দুর্যোগ অব্যাহত। রাতভর এক নাগাড়ে বৃষ্টি হয়েছে জেলাজুড়ে। তার মধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি। আজ, সোমবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকলেও নদী ও সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আজও সমুদ্র উত্তাল থাকায় নদী ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ঝাড়খণ্ডে জল ছাড়া নিয়ে এবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। রাজ্যের সাত জেলায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে আজ সোমবার গান্ধী জয়ন্তীতে ছুটির দিনেও জরুরি বৈঠক হচ্ছে নবান্নে।

এদিকে অতিভারী বৃষ্টির জেরে ডিভিসি’‌র ড্যাম্পে জল ধরে রাখার মাত্রা কমেছে। তাই অবশেষে ডিভিসি’‌র মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হল জল। মাইথন থেকে গতকাল রাতে প্রায় ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথনে মোট পাঁচটি লক গেট খোলা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে। সুন্দরবন উপকূলের কাঁচাবাড়ির বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চালান হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যে বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে। যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়েটি জলে ডুবে যায়। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর উপর একটি সেতু নির্মাণের। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই ডিভিসি সংলগ্ন জেলাগুলিতে সর্তকতা জারি করা হয়েছে। জল ছাড়ায় একাধিক এলাকা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা বাড়ছে। আর ডিভিসি তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। তাই জেলাগুলিতে জলস্তর বাড়ছে।

আরও পড়ুন:‌ ‘‌পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছেন অভিষেক কবে অ্যারেস্ট হবে’‌, বিস্ফোরক দিলীপ

আর কী জানা যাচ্ছে?‌ গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির সংলগ্ন মাটির নদীবাঁধের বেহাল দশা। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। রাতে আরও জল বাড়ার সম্ভাবনা আছে। ব্লকে পর্যাপ্ত ত্রাণও মজুত রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সুন্দরবনের দুর্বল নদী বাঁধগুলির উপর নজরদারি চালাচ্ছে সেচ দফতর। বড় কোন বিপর্যয় হলে দ্রুত জেলা ও রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নানা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ছুটির দিনে জরুরি বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আজ গান্ধিজয়ন্তীর ছুটির মধ্যেই সকাল থেকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া— সাত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করছেন মুখ্যসচিব। সঙ্গে উপস্থিত একাধিক দফতরের সচিবরাও।

বাংলার মুখ খবর

Latest News

সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.