একটা রাত কেটেছে। আর একটা রাত বাকি। কিন্তু ওই রাস্তায় রাতেও গাড়ি চলাচল করে। সেই পথ পর পর দু’দিন বন্ধ থাকছে। একটা রাত গতকাল কেটে গিয়েছে। আজ, মঙ্গলবার রাত কাটা বাকি। তারপর স্বাভাবিক হবে কিনা পথ সেটা সময় বলবে। আপাতত বাগডোগরা–ঘোষপুকুর জাতীয় সড়ক বন্ধ থাকছে। সোমবার ও মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে এই সড়ক। সোমবার তো কেটেই গিয়েছে। বাকি রইল মঙ্গলবার। এখানে রেলের কাজ চলছে। আর তাই এই রাস্তায় সবরকম যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। এই কাজ সঠিকভাবে শেষ করার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রেলের এই কাজের জন্য বাগডোগরা–ঘোষপুকুর জাতীয় সড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই সড়ক দিয়ে কোনও যান চলাচল বন্ধ করবে না। তার মধ্যে সোমবার রাত নির্বিঘ্নেই কেটেছে। আসলে সপ্তাহের মধ্যে এমন কাজ রাস্তায় হলে বেশ অসুবিধায় পড়তে হয়। আর বিশেষ করে যে পথ পর্যটনের সঙ্গে জড়িয়ে আছে সেখানে তো দিন–রাত গাড়ি চলবেই। আর সেটা বন্ধ রাখা হলে নাকাল হতে হয় বিপুল পরিমাণ মানুষজনকে। তবে এখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি ছাড় পাবে বলে খবর। আর বিকল্প পথ হিসাবে ফাঁসিদেওয়া–ঘোষপুকুর সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। মুশকিল একটাই, সেটা যদি পর্যটকদের গাড়ি হয় তাহলে কেউ কেউ বাড়তি ভাড়া দাবি করতে পারেন।
অন্যদিকে বাগডোগরা বিহার মোড় ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করার কাজ চলছে। এখানের পথ সম্প্রসারণ করে ফোর লেন রাস্তা নির্মাণ করা হচ্ছে। আবার এখানেই গুরুদ্বারের পাশে একটি রেলের ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আর এই কাজের জন্যই বাগডোগরা–ঘোষপুকুর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই জাতীয় সড়কের উপর লোহার বিম বসানোর কাজ হচ্ছে। তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এখানে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ কাজ। তাই কাজের সময় গাড়ি চলাচল সম্ভব নয়। গাড়ি চললে পথ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকছে।
আরও পড়ুন: সিঙ্গুর মামলার রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রাজ্য, সরে দাঁড়ালেন বিচারপতি
এছাড়া ৩১ নম্বর জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ রাস্তা। এই জাতীয় সড়ক পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে দিয়ে গিয়েছে। সেভকের কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়ে সিকিমে প্রবেশ করে। গ্যাংটক পর্যন্ত গিয়েছে এই রাস্তা। সুতরাং দিন–রাত কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এখান দিয়ে। আর এই রাস্তায় পৌঁছতে বাগডোগরা– ঘোষপুকুর জাতীয় সড়ক ব্যবহার করা হয়। ২০২৩ সালে সিকিম ধসের জেরে এই রাস্তার একাংশ ভেঙে পড়ে। শিলিগুড়ির সঙ্গে সিকিম, ডুয়ার্স এবং দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকী সেবক কালীবাড়ির কাছে ও সেবক করোনেশন সেতুর কাছে ধসের ঘটনায় চাপে পড়ে যান মানুষজন। তখন শিলিগুড়ি থেকে সিকিম যোগাযোগ বন্ধ হয়ে যায়।