উচ্চমাধ্যমিক শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এদিকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের বিষয়টি নিশ্চিত করাটা অত্যন্ত দরকার। কলকাতাকেন্দ্রিক যাঁরা পরীক্ষা দিচ্ছেন তাঁদের যাতায়াত করাটা অনেকটাই সোজা। কিন্তু যাঁরা কলকাতার বাইরে বা উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাঁদের কাছে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত সময়মতো পৌঁছে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তবে এনবিএসটিসি উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম চালু করেছে। জেলায় জেলায় HS পরীক্ষার্থীদের জন্য চালু হয়ে গিয়েছে এই কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমের নম্বরগুলি সেভ করে রাখুন। এতে প্রচুর সুবিধা হবে। আপনাদের রাস্তায় বেরিয়ে আর সমস্যায় পড়তে হবে না। যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়লে ফোন করতে পারেন এই কন্ট্রোল রুমে। সদর দফতরের হোয়াটস অ্যাপ নম্বরও আছে। সেখানেও প্রয়োজনে মেসেজ করতে পারেন। সেই নম্বরটি হল- 9083287330। তবে এই নম্বরে কেবলমাত্র হোয়াটস অ্যাপ করতে পারবেন।
কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ. বহরমপুরকে ভিত্তি করে কন্ট্রোল রুমের একাধিক নম্বর দেওয়া হয়েছে। এমনকী সিউরি, উল্টোডাঙা, রানাঘাটের নম্বরও দেওয়া রয়েছে। সেখানেও যোগাযোগ করতে পারেন।
কোচবিহারের নম্বরটি হল- 8759282932
শিলিগুড়ির নম্বরটি হল- 9434350884
রায়গঞ্জের কন্ট্রোল রুমের নম্বরটি হল- 9475303198
এছাড়াও একাধিক নম্বর রয়েছে। সেখানে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এনবিএসটিসির কন্ট্রোল রুমের নম্বর
এদিকে উত্তরবঙ্গের চা বলয়ের ক্ষেত্রে দেখা যায় প্রায় প্রতিবারই চা বাগানের ট্রাকে চেপে পরীক্ষা দিতে যান পরীক্ষার্থীদের একাংশ। এমনকী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেকারের পেছনে ঝুলতে ঝুলতে পরীক্ষা দিতে যাওয়ার ছবিও ধরা পড়েছে বার বার। তবে এবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উপর ভরসা করতেই পারেন। মোবাইলে সেভ করে রাখুন হেল্পলাইন নম্বরগুলি। এতে সুবিধা হবে পরীক্ষার্থীদের। যাঁদের বাড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারাও এই নম্বরগুলি সেভ করে রাখতে পারেন। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়লে বা বাস ঠিক কখন পাবেন, কোথায় যেতে চান সেই সংক্রান্ত প্রশ্নের জবাব আপনি এই নম্বরে ফোন করলে পেতে পারেন।