মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন একেবারে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। নিজের রেজাল্ট দেখার জন্য পড়ুয়াদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে তারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে। wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ছাড়াও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা। ঘড়িতে সকাল ৯ টা ৪৫ মিনিট বাজলেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। আপাতত মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত টাটকা খবরে নজর রাখতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চোখ রাখুন।
মাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক
এখন আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। আর ৯ টা ৪৫ মিনিট বাজলেই নীচের জায়গায় (West Bengal Board Xth Result 2024) রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে। আর যে পড়ুয়ারা আগেভাগে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় রেজিস্টার করে রেখেছিল, তারা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলেই নথিভুক্ত ফোন বা ইমেল আইডিতে অ্যালার্ট পাবে।
শেষ ৫ বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার
১) ২০১৯ সাল: ৮৬.০৭ শতাংশ।
২) ২০২০ সাল: ৮৬.৩৪ শতাংশ।
৩) ২০২১ সাল: ১০০ শতাংশ (করোনাভাইরাস মহা.মারীর ফলে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল)।
৪) ২০২২ সাল : ৮৬.৬ শতাংশ (স্বাভাবিক ছন্দে ফিরেছিল মাধ্যমিক)।
৫) ২০২৩ সাল: ৮৬.১৫ শতাংশ।
আজই কি মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট মিলবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসের মাধ্যমে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। রাজ্যজুড়ে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। আটটি মহকুমার ক্ষেত্রে আবার ক্যাম্প অফিস পালটানো হয়েছে। বাকি জায়গাগুলির ক্যাম্প অফিসের ঠিকানা একই রয়েছে।
সেখান থেকে স্কুলের প্রতিনিধিরা মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তারপর পড়ুয়াদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ দিনের দিনই মিলবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। যে পড়ুয়ারা উত্তীর্ণ হবে, তারা উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া সেমেস্টার প্রক্রিয়ার আওতায় ভরতি হবে। তারাই সেমেস্টার প্রক্রিয়ার প্রথম ব্যাচের অংশ হয়ে উঠবে।