বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নার্সিংহোম মালিকের কাছে টাকা চাওয়ার অভিযোগ BDO-র বিরুদ্ধে

নার্সিংহোম মালিকের কাছে টাকা চাওয়ার অভিযোগ BDO-র বিরুদ্ধে

সহরারহাট নার্সিংহোমে ফলতার BDO.

সহরারহাট নার্সিংহোমের মালিক জাহির ইসলামের অভিযোগ, পুলিশ নিয়ে তাঁর নার্সিংহোমে এসে টাকা চেয়েছেন বিডিও।

আইনি জটিলতা কাটিয়ে বন্ধ নার্সিংহোম খোলার জন্য মালিকের কাটে মোটা টাকা দাবি করার অভিযোগ উঠল BDO ও CMOH-এর বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ফলতার। সহরারহাট নার্সিংহোমের মালিক জাহির ইসলামের অভিযোগ, পুলিশ নিয়ে তাঁর নার্সিংহোমে এসে টাকা চেয়েছেন বিডিও। এই মর্মে অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি।

জাহির ইসলাম জানিয়েছেন, আইনি জটিলতায় দেড় মাস বন্ধ ছিল সহরারহাট নার্সিংহোম। সম্প্রতি নার্সিংহোম খুললে পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। সঙ্গে আসেন বিডিও। বিডিওর সঙ্গে ছিল পুলিশ ও বেশ কয়েকজন দুষ্কৃতী।

জাহির ইসলামের অভিযোগ, নার্সিংহোমে পুলিশ নিয়ে আসায় আতঙ্ক তৈরি হয় রোগী ও কর্মীদের মধ্যে। বিডিও জানান, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহির ইসলামের অভিযোগ, হাসপাতালে ঢুকে পুলিশ ও গুন্ডাদের নিয়ে তাঁকে হুমকি দেন বিডিও। হাসপাতাল খুলতে গেলে মোটা টাকা দিতে হবে বলে জানান তিনি। এমনকী টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

জাহির সাহেবের দাবি, জেলার প্রত্যন্ত এলাকার মানুষকে সামান্য মূল্যে চিকিৎসা পরিষেবা দেন তিনি। ফলে তাঁর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। তিনি বলেন, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে আমি নার্সিংহোমে গিয়েছিলাম। প্রতিনিধিদলের যে পুলিশ পাহারা থাকে তারা আমার সঙ্গে ছিল। টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন।

 

বন্ধ করুন