এবার মালদা ছুঁয়ে একেবারে পৌঁছে যাবে নয়াদিল্লিতে। আগরতলা থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস এখন থেকে ১০ মিনিটের জন্য মালদা স্টেশনে স্টপেজ দেবে। এমন ঘোষণায় খুশি মালদাবাসী। আজ, রবিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন ভারতীয় রেলের মালদা শাখার কর্তারা। এবার মালদা স্টেশনে রাজধানী এক্সপ্রেস যাওয়া এবং আসার সময় ১০ মিনিট করে দাঁড়াবে। মালদায় আগে কোনও রাজধানী এক্সপ্রেস থামত না। রাজধানী এক্সপ্রেসকে মালদায আনার বিষয়ে উদ্যোগী হয়েছিলেন স্থানীয় সাংসদ থেকে বিধায়ক। অবশেষে সেই প্রচেষ্টা সফল হতে চলেছে।
এদিকে বহু দশক ধরে মালদাবাসী রাজধানী এক্সপ্রেস এই জেলা থেকে চালানোর দাবি করে আসছিলেন। এবার সেই বহুদিনের দাবি পূরণ করল রেল কর্তৃপক্ষ। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। আজ টিকিট বুকিং করতে হাজির হন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং বিধায়ক গোপালচন্দ্র সাহা। রবিবার থেকে আগরতলা–আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেসের মালদা স্টেশনের টিকিট কাটা শুরু হয়। এই ট্রেনকে মালদায় থামানোর জন্য রুট কিছুটা বদল করা হয়েছে। ২০২৪ সালের ১৫ জানুয়ারি আগরতলা থেকে যে ট্রেনটি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে, তাতে পরিবর্তিত রুট কার্যকর হবে।
অন্যদিকে এই বিষয়ে মালদা শাখার ডিআরএম বিকাশ চৌবে জানান, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। ১৯ ঘণ্টা ৪০ মিনিটে নয়াদিল্লি পৌঁছে যাবে। আর বিজেপি সাংসদ খগেন মুর্মুর কথায়, ‘আমাদের দীর্ঘদিনের এই দাবি ছিল। বহুবার আমরা চিঠি লিখে অনুরোধ করেছিলাম রেলমন্ত্রীর কাছে। অবশেষে আমাদের মালদাবাসীর সেই স্বপ্নপূরণ হল।’ এতদিন পর্যন্ত আগরতলা থেকে নয়াদিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেস থামত শুধু নিউ জলপাইগুড়ি স্টেশনে। তার পর রাজধানী এক্সপ্রেস সোজা গিয়ে থামত বিহারের কাটিহার জংশনে। পরিবর্তন হয়ে এবার রুট হল, নিউ জলপাইগুড়ির পর মালদা টাউন হয়ে ট্রেনটি বিহারে ঢুকবে।
আরও পড়ুন: সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় পেল বামেরা, তেহট্টে উড়ল লাল পতাকা
তারপর ঠিক কী হবে? রেল সূত্রে খবর, আগরতলা–আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস অনেকদিন ধরেই মালদা শহরের উপর দিয়ে যাতায়াত করে। বহু গুরুত্বপূর্ণ ট্রেন সেখানে থামলেও রাজধানী এক্সপ্রেস সেখানে স্টপেজ দিত না। তাই মালদা জংশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার দাবি উঠেছিল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর দাবি করেন, তাঁরা একাধিকবার এই বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন। আর রেল বোর্ডকে চিঠিও দিয়েছিলেন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগরতলা থেকে নয়াদিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস দাঁড়াবে— আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, হোজাই, গুয়াহাটি, রঙ্গিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, পাটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল স্টেশন এবং আনন্দবিহার টার্মিনাল স্টেশন। আপ রুটেও এই ট্রেন মালদায় থামবে।