আজ, শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারীর। তবে গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। দাসপুরের বেলতলা বাজারে মাছ কেনাবেচার সময় ঢুকে পড়ে এক চালবোঝাই লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ঘাতক লরিটি চারজনকে পিষে দেয়। তখনই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আর বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আবার বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশ অফিসার–সহ দু’জনের। দুই পুলিশ কর্মী–সহ ৬ জন আহত হন। রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর–মকরমপুর রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। পেট্রোলিং করছিলেন খড়গপুর লোকাল থানার এএসআই রামানন্দ দে–সহ কয়েকজন পুলিশকর্মী। বেনাপুরে রেলগেট আটকানো থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। তখনই বেপরোয়া অডি গাড়ি দ্রুতগতিতে এসে এএসআই–সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে।
এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় দু’টি দুর্ঘটনায় এক পুলিশকর্মী–সহ তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। বারবার পথ দুর্ঘটনা হচ্ছে বলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতদের মধ্যে খড়্গপুর গ্রামীণ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে (৪৫) রয়েছেন। তাঁর বাড়ি বাঁকুড়ার তালডাংড়ায়। আর জাহাঙ্গির শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। পেশায় ব্যবসায়ী জাহাঙ্গির ওই গাড়ির সওয়ারি ছিলেন। তাঁর বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ায়। ওই গাড়ির অন্য যাত্রী ইন্দার অভিষেক শ্রীবাস্তব, সুজিত রায়, ঝাপেটাপুরের প্রদীপ দাস এবং পুরাতন বাজারের চন্দনকুমার দাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ বেনাপুর রেলগেটের কাছে টহলরত পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ান কর্তব্যরত পুলিশকর্মী রামানন্দ দে। তিনি খড়্গপুর গ্রামীণ থানার অ্যাসিস্ট্যান্ট সাব–ইনস্পেক্টর। তখন খড়্গপুর অভিমুখে থাকা একটি গাড়ি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন রামানন্দ। আর তারপরই গাড়িটি রেলগেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি ঝুপড়ি চা–দোকানে ঢুকে যায়। সেখানে অন্য পুলিশকর্মীরা রামানন্দকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: থানার লকআপে পিটিয়ে যুবককে মারার অভিযোগ ওসির বিরুদ্ধে, রণক্ষেত্র নবগ্রাম
আর একটা মৃত্যু কেমন করে হল? আর পেশায় ডেকোরেটর ব্যবসায়ী জাহাঙ্গির (৩৫) খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা। তিনি গাড়ি করে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও কযেকজন ছিলেন। আজ শনিবার ভোরে দাসপুর থানার বেলতলা এলাকায় একের পর এক দোকান এবং কয়েকজন ব্যক্তিকে ধাক্কা মারে চাল বোঝাই একটি ট্রাক। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যবসায়ী জাহাঙ্গিরের। আহত জয়েছেন আরও তিনজন। হাসপাতালে মৃত্যু হয় শেখ জাহাঙ্গিরের। আহত ৬ জন চিকিৎসাধীন। মকরামপুরের একটি ধাবায় খাওয়াদাওয়া করে গাড়িতে ফিরছিলেন জাহাঙ্গির ও তাঁর সঙ্গীরা। আজ মৃতদেহগুলি আপাতত খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে।