বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিশাল ইস্পাত কারখানা গড়ছে সেইল, বার্নপুরে বিনিয়োগ হবে ৩০ হাজার কোটি টাকা

বিশাল ইস্পাত কারখানা গড়ছে সেইল, বার্নপুরে বিনিয়োগ হবে ৩০ হাজার কোটি টাকা

রাজ্যে বাড়ছে ইস্পাত শিল্প। 

ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান বাড়বে বলেই আশাবাদী সকলে। এই কারখানা গড়ে উঠলে নতুন আশার আলো দেখবেন স্থানীয় শিক্ষিত ছেলে–মেয়েরা।

এবার বিশাল বড় মাপের ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছে সেইল। ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে বাংলায়। এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। তেমন ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে।। সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে।

সেইল সূত্রে খবর, এই প্রকল্পের প্রি–ফিজিবিলিটি রিপোর্ট জমা হয়েছে। এমনকী তাতে সেইলের বোর্ড প্রিন্সিপাল ক্লিয়ারেন্স দিয়েছে। অগস্ট মাসেই ডিটেলস প্রজেক্ট রিপোর্ট জমা পড়েছে বোর্ডের কাছে। ৯৬ শতাংশ কাজ হয়ে গিয়েছে। অত্যাধুনিক এই কারখানা পরিবেশবান্ধব হবে। কার্বন নির্গমন কমিয়ে গ্রিন স্টিল উৎপাদনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। সেইলের এগজিকিউটিভ ডিরেক্টর (লজিস্টিক ও ইনফ্রাস্ট্রাকচার) সুভাষ দাস বলেন, ‘‌৪.০৮মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন নতুন স্টিল প্ল্যান্ট গড়ে উঠবে। পর্যালোচনা শুরু হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে। ২০২৩ সালের শেষেই নতুন কারখানা গড়ার টেন্ডার ডাকা হবে।’‌

এদিকে ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান বাড়বে বলেই আশাবাদী সকলে। বলা যেতে পারে, এই কারখানা গড়ে উঠলে নতুন আশার আলো দেখবেন স্থানীয় শিক্ষিত ছেলে–মেয়েরা। বৃহৎ শিল্প গড়ে উঠলেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বিকাশ ঘটে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সব ধরনের ব্যবসা বাড়তে থাকবে।

আরও পড়ুন:‌ দলের পদ ছাড়লেন বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু, শিলিগুড়িতে ভাঙন ধরেই চলেছে

ঠিক কে, কী বলছে?‌ অন্যদিকে আইএনটিইউসি অনুমোদিত আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক হরজিৎ সিং বলেন, ‘‌এমন বিরাট কারখানা হলে এলাকার সামাজিক–অর্থনৈতিক ছবিটাই পাল্টে যাবে। আসানসোল শিল্পাঞ্চলে আবার শিল্পের জোয়ার আসবে।’‌ সিটু অনুমোদিত এবিকে মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক শুভঙ্কর দাশগুপ্তের কথায়, ‘‌নতুন কারখানা নিয়ে আমাদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠক করেছে। আমরা নতুন বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।’‌

বাংলার মুখ খবর

Latest News

পুরুষদের কু-প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, অথচ যে মেয়েরা কাজ পেতে কম্প্রোমাইজের…: এনা চিন কি বিনিয়োগ করার অনুমতি পাবে ভারতে? অবস্থান খোলসা করলেন এস জয়শঙ্কর মইজ্জুর ভারত সফরের আগে মোদীকে অপমানসূচক মন্তব্য করা মলদ্বীপের ২ মন্ত্রীর ইস্তফা আত্মহত্যাই করেছেন অনিল, দাবি পুলিশের! মালাইকার মা বললেন 'ওর কোনও সমস্যা ছিল না…' ‘আমি পুজোয় আছি…’, বার্তা স্বস্তিকার! ট্রোলে জবাব,‘ইচ্ছে না হলে টেক্কা দেখবেন না’ মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.