শুভব্রত মুখার্জি:- বয়স যত বেড়েছে ততই যেন ক্ষুরধার হয়েছে তাঁর পারফরম্যান্স। তিনি মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক।ওয়ানডে বিশ্বকাপ,টি-২০ বিশ্বকাপ,চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচটি আইপিএলের শিরোপা সহ জিতেছেন একাধিক শিরোপা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। তবুও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। এই মুহূর্তে তিনি ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে খেলতে। চলতি মরশুম শুরুর আগেই তিনি সিএসকের অধিনায়কত্ব ছেড়েছেন। দায়িত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে অধিনায়কত্ব ছাড়লেও তিনি রয়েছেন নিজের মেজাজেই।
ম্যাচে কিপিং গ্লাভস হাতে বজায় রয়েছে তাঁর ক্ষিপ্রতা। ব্যাট হাতে নামলেও একেবারে মারকাটারি মুডে খেলছেন একের পর এক দুরন্ত ইনিংস। এই বয়সেও মাহির এই ফিটনেসের 'রাজ'(রহস্য) কি? সেই রহস্য ফাঁস করলেন তাঁর ছোটবেলার কোচ কেশব বন্দোপাধ্যায়। শুক্রবার ইডেনে নাইটদের ম্যাচ দেখতে এসেছিলেন কেশব বন্দোপাধ্যায়। সেখানেই এই রহস্য ফাঁস করেছেন তিনি।
আরও পড়ুন-তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোতির
শুক্রবার তীব্র তাপ প্রবাহকে অগ্রাহ্য করেই মাঠে উপস্থিত হয়েছিলেন ৫৬ হাজার মানুষ। কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দোপাধ্যায়ও। ম্যাচ একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন তিনি। এরপর ছাত্রকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন কেশব বন্দোপাধ্যায়। এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের শেষ দিকে সিএসকের হয়ে ব্যাট করতে নেমে সাত-আট বলে ছোট ছোট বিস্ফোরক ইনিংস উপহার দিচ্ছেন তিনি। ৪২ বছর বয়সী ধোনিকে দেখে বোঝার কোন উপায় নেই তাঁর বয়স।এই বয়সেও তাঁর ফিটনেসের রহস্য শুক্রবার ফাঁস করেছেন কেশব বন্দোপাধ্যায়।
আরও পড়ুন-IPL 2024- পঞ্জাবের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ, তবু কেন আম্পায়ারের ওপর চটলেন গৌতম গম্ভীর? ভিডিয়ো
আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেশব বন্দোপাধ্যায় জানিয়েছেন তিন মাসে আগে ধোনির সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। রাঁচিতে ধোনি একটি নতুন ক্রিকেট অ্যাকাদেমি গড়েছেন। সেখানেও কোচিংয়ের দায়িত্বে রয়েছেন কেশব বন্দোপাধ্যায়।
আরও পড়ুন-IPL 2024- কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর
ছাত্র কিভাবে এই বয়সেও তাঁর ফিটনেস ধরে রেখেছেন সেই সম্বন্ধে বলতে গিয়ে কেশব বন্দোপাধ্যায় জানিয়েছেন ' ধোনি জিমে যায় না এই মুহূর্তে। ও ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসে।আর ব্যাডমিন্টন খেলেই নিজের ফিটনেস ধরে রাখে। লন টেনিসও খেলেও।তবে ব্যাডমিন্টনটাই বেশি খেলে ও। ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার মাঠে যখন রাজ্য দল অনুশীলন করে তখন ধোনি ওখানে চলে যায়। ওদের সঙ্গে অনুশীলন করে। এইভাবেই এই বয়সে ও ধোনি নিজের ফিটনেস ধরে রেখেছে। ঘোড় সওয়ারিতেও ওর প্রচুর ইন্টারেস্ট রয়েছে। পাশাপাশি প্রচুর দৌড়ায়। ও জানে বা বোঝে যে টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট খেলতে গেলে কতটা ফিটনেস থাকা দরকার। আর এই ভাবেই কিন্তু ও নিজের ফিটনেসটা এই বয়সেও ধরে রেখেছে।'