ফের বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় শ্যুটআউট। ভর সন্ধ্যায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল তৃণমূলকর্মীকে। ভিকি যাদব নামে ওই তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনা জগদ্দল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকার।
স্থানীয় সূত্রে খবর, সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ভিকির এলাকায় একাধিক ব্যবসা রয়েছে। রয়েছে খাটালের কারবারও। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তখন মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ৮ – ৯ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। একাধিক গুলি লাগে ভিকির দেহে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, ১৭ নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূলকর্মী ছিলেন ভিকি। দলের সমস্ত কর্মসূচিতে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতেন। তাঁকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালাল তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক না পেশাদারি শত্রুতা কাজ করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।
খবর পেয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। আহত ভিকি যাদবকে নিয়ে কলকাতার পথে রওনা দিয়েছে পরিবার। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।