শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় পরিত্যক্ত ঘর থেকে স্কুলের পোশাক পরা কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্বাস (২২)। তাকে মাটিগাড়ার লেনিন কলোনির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহত কিশোরীর সঙ্গে ওই যুবকের কয়েক দিনের পরিচয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
সোমবার মাটিগাড়ার পাথরঘাটা পঞ্চায়েতের রবীন্দ্র কলোনিতে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় এক কিশোরীর স্কুলের পোশাক পরা রক্তাক্ত দেহ। ইঁট দিয়ে মাথা থেঁতলে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। খুনের আগে কিশোরীকে যৌন নিগ্রহ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার তদন্তে নেমে সোমবার গভীর রাতে অভিযুক্তকে মাটিগাড়ায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
ডিসিপি অভিষেক গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার বিকেলে এক স্কুল ছাত্রী বাড়ি ফেরার সময় ওই ঘর থেকে আর্তনাদ শুনতে পায়। বাড়ি এসে সেকথা জানালে স্থানীয়রা গিয়ে দেখেন সেখানে এক কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এর পর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু হয়। এই তদন্তে সোর্সরাও খুব ভালো কাজ করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, যৌন নিগ্রহের পর কিশোরীকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।
অভিযুক্ত আব্বাসের সঙ্গে কিশোরীর কয়েক দিনের পরিচয় বলে জানতে পেরেছে পুলিশ। কেন সে কিশোরীকে খুন করল জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা। কী ভাবে কিশোরীর সঙ্গে ধৃতের পরিচয় হল তাও জানার চেষ্টা হচ্ছে।