সাত সকালে শহরের ব্যস্ত এলাকায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় বিধায়ক শংকর ঘোষ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকে শিলিগুড়ির আইন-শৃঙ্খলা অধঃপাতে যাচ্ছে। মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে। এসব ঘটনা শহরে জীবনে কোনও দিন ঘটেনি। শংকরবাবুর অভিযোগ অস্বীকার করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শনিবার সকাল ৬টা নাগাদ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় রেগুলেটেড মার্কেট যাওয়ার পথে অপহৃত হন ব্যবসায়ী প্রভাকর সিং (৪০)। তাঁকে একটি গাড়িতে করে অপহরণ করে ৪ দুষ্কৃতী। রেগুলেটেড মার্কেটে লেবুর পাইকারি কারবার করেন প্রভাকরবাবু।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে শংকরবাবু বলেন, ‘নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকে শহরের আইনশৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। পুলিশ কমিশনার নির্দিষ্ট কয়েকজনের ফোন ধরেন। আর তাদের কথা মতোই চলেন। দুষ্কৃতীদের ধরতে পুলিশের তৎপরতা দেখি না। জীবনে কখনও শহরে এই ধরণের ঘটনা ঘটতে দেখিনি। এখন ঘটছে। মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে।’
জবাবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘শিলিগুড়ি এমন একটি জায়গা যা ভুটান, বাংলাদেশ, নেপালের সীমান্তবর্তী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের নিরাপত্তা দিকে কড়া লক্ষ্য রাখছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে চুরি যাওয়া শিশুকে চোপড়া থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্ধার করে নিয়ে এসেছে। বিজেপির এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ পুলিশের কাজ করছে। ইতিমধ্যেই আমি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ।’