লোকসভা নির্বাচনের মরশুমে নানা পদক্ষেপ করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলি কে। সিপিএম প্যারোডি নিয়ে এসেছে। কংগ্রেস আসন সমঝোতাকে সামনে নিয়ে লড়াই করছে। তৃণমূল কংগ্রেস জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন বলে স্লোগান তুলেছে। আর মানুষের জন্য উন্নয়নের কর্মসূচিকে দুয়ারে নিয়ে গিয়েছে। সেটাই সামনে রেখে প্রচার করছে ঘাসফুল শিবির। কিন্তু বিজেপি প্রথম দু’দফার ভোটে হেল্পলাইন চালু করলেও তেমন সাড়া মেলেনি। এবার লোকসভা নির্বাচনে প্রচার পর্বে অভিনব উদ্য়োগ আনতে গিয়ে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসকেই অনুসরণ করলেন।
আর মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের এই উদ্যোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ একুশের নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ বলেও কর্মসূচি নেওয়া হয়। এবার সেটার অনুকরণে অগ্নিমিত্রা পাল চালু করলেন, ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি। মেদিনীপুর থেকে সাংবাদিক বৈঠক করে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি। অগ্নিমিত্রা পালের কাছে নিজেদের কথা সরাসরি জানাতে পারবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষজন। তাই একটি ফোন নম্বর প্রকাশ করেছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, ‘সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ পর্যন্ত এই নম্বরে ফোন করতে পারবেন মেদিনীপুরবাসী। নিজেদের সমস্যার কথা, মেদিনীপুরের উন্নয়নের কথা, নতুন আইডিয়ার কথা—সাধারণ মানুষ জানাতে পারবেন এই নম্বরে।’
আরও পড়ুন: ‘সেলফ স্টাডিই এই সাফল্য নিয়ে এসেছে’, মাধ্যমিকে তৃতীয় হয়ে জানালেন নৈঋতরঞ্জন
এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জুন মালিয়াকে। যিনি এখানকার জয়ী বিধায়কও। আর আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে। এখানের জয়ী সাংসদ দিলীপ ঘোষকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এখানে জুন মালিয়া ব্যাপক কাজ করেছে। আর তাঁকে কমব্যাট করা কঠিন। তাই এমন নয়া উদ্যোগ এনেছেন অগ্নিমিত্রা পাল বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি প্রার্থী বলেন, ‘মেদিনীপুরকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার আইডিয়া দিতে পারবেন মানুষজন। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রত্যেকটি জায়গার সমস্যা নথিভুক্ত করা দরকার। তাই এই নম্বরে যে সমস্যা আসবে, সেগুলি নথিভুক্ত করা হবে।’
তবে তৃণমূল কংগ্রেস এই মেদিনীপুরে বারবার প্রচার করে গিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে প্রচার করেছেন। জুন মালিয়ার কাজ তুলে ধরেছেন। তখন জনগণের সমর্থন মিলেছে সভায় উপস্থিত হয়ে। তাই ‘এক ফোনে দিদিভাই’ বিজেপি চালু করলেও তাতে আমল দিতে নারাজ ঘাসফুল শিবির। তবে এই কর্মসূচির পাশাপাশি একটি থিম সং’ও প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। লোকসভা নির্বাচনের প্রচার পর্বে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই নয়া উদ্যোগ মেদিনীপুর বিজেপি প্রার্থীর।