নির্বাচনে হারের জন্যে দায়ী BJP কর্মীরাই! স্বপ্ন ভঙ্গ প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
1 মিনিটে পড়ুন . Updated: 19 Jul 2021, 08:56 AM IST- কী কারণে ২০০-র স্বপ্ন দেখেও ৭৭-এ থামতে হয় বিজেপিকে? বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কী কারণে ২০০-র স্বপ্ন দেখেও ৭৭-এ থামতে হয় বিজেপিকে? এই প্রশ্নের জবাব পেতে দলের অন্দরে বহু কাঁটাছেঁড়া হয়েছে। তবে সেই অর্থে কোনও সুস্পষ্ট জবাব জনসমক্ষে পেশ করা হয়নি দলের তরফে। তবে এবার এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। হারের জন্যে কাঠগড়ায় দাঁড় করালেন দলের কর্মীদেরই। পাশাপাশি দলীয় কর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। দলত্যাগীদের নিয়েও ভাবতে বারণ করেন কর্মীদের।
রবিবার চণ্ডীপুরের একটি সাংগঠনিক সভায় অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি তো বিজেপি পেয়েই যাবে। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব। চণ্ডীপুরটা হারলে হারুক। তাতে কিছু প্রভাব পড়বে না। এই আত্মতুষ্টির কারণে আমারা হেরেছি। নিজের দলের প্রার্থীদের নামেই খারাপ কথা বলেছেন অনেকে। আর এভাবেই অনেকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছেন।'
শুভেন্দু এদিন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে বলন, 'ভারতমাতার সন্তান হয়ে বিজেপি করতে হবে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে হবে। আর তাই দলীয় পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। এ গেল, সে গেল, টিভিতে এসব দেখে বিচলিত হওয়ার কিছু নেই। যে ভোট আমরা পেয়েছি, তার ৮০ শতাংশ আমাদের আদর্শগত ভোট। এই ভোট কোনওভাবে অন্য কারও নয়। কাজেই কে গেল, আমাদের তাতে কিছু আসে যায় নি। কোনও চিন্তা করার কারণ নেই।'