খাতায় কলমে প্রচার শুরু না হলেও লোকসভা ভোট নিয়ে ক্রমশ সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার সিপিএম, কংগ্রেস ও তৃণমূলকে একে অপরের বি টিম বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় তিনি অভিযোগ করেন, রাজ্যে হিন্দু বিরোধী হিংসা হলে মুখ সেলাই করে বসে থাকেন সিপিএম নেতারা।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পশ্চিমবাংলায় গত সাড়ে ১২ বছর ও তার আগে ৩৪ বছর এই ২টো দল এখন এ টিম, বি টিম। দিল্লিতে গেলে কংগ্রেস এ টিম। সিপিএম আর তোলামূল হচ্ছে বি টিম। পশ্চিমবঙ্গে এ টিম হল তৃণমূল। আর বি টিম সিপিএম আর কংগ্রেস। এই DYFI নামে কী একটা আছে। গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না। এদের অভিধানে কোথাও আপনি কোনও বাংলা শব্দ পাবেন না। উর্দু শব্দ, ইনসাফ যাত্রা। এদের বাপ – ঠাকুরদা তো সব চিনে থাকে। এরা নেতাজিকে তোজের কুকুর আর রবীন্দ্রনাথকে বুর্জোয়াঁ কবি বলেছিল। এদের ইতিমধ্যে ৪ বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বই ও কিছুদিন আগে সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা বিরিয়ানি খেয়েছে’।
তাঁর অভিযোগ, ‘ইকবালপুরে যখন লক্ষ্মীপুজোর রাতে হিংসা হয় তখন সিপিএম নেতাদের দেখতে পাওয়া যায় না। রাম নবমীতে যখন শোভাযাত্রার ওপর হামলা হয় তখন সুজন, সেলিমরা মুখ সেলাই করে বসে থাকেন’।
রাজ্যে ইন্ডি জোটের কী প্রভাব পড়বে সেই ছবি এখনও স্পষ্ট নয়। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্ট করে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফলে শেষ পর্যন্ত রাজ্যে একের বিরুদ্ধে এক লড়াই হওয়ার সম্ভাবনা নেহাতই কম।