সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে একটি অনুষ্ঠানে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শুভেন্দুবাবু। তখন তাঁকে উদ্দেশ করে কটূক্তি করা শুরু করে কিছু টিএমসিপি সদস্য।
কলকাতায় আশুতোষ কলেজের সামনে তাঁকে উদ্দেশ করে কটূক্তির ঘটনায় মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের শহর কাঁথিতে তিনি বলেন, ‘ওরা ছাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা গুন্ডা।’
সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে একটি অনুষ্ঠানে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শুভেন্দুবাবু। তখন তাঁকে উদ্দেশ করে কটূক্তি করা শুরু করে কিছু টিএমসিপি সদস্য। নিজেদের আশুতোষ কলেজের ছাত্র বলে দাবি করে তারা। এই নিয়ে প্রথমে শুভেন্দুবাবুর আপ্তসহায়কদের সঙ্গে তাদের একপ্রস্থ ঝামেলা হয়। এর পর শুভেন্দুবাবুর বাবা শিশিরবাবুর নাম করে কটূক্তি করতে শুরু করেন তারা। তাতে মেজাজ হারিয়ে কটূক্তি করতে থাকা তৃণমূল কর্মীদের দিকে এগিয়ে যান বিরোধী দলনেতা।
এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, ‘ওরা ছাত্র নয়। গুন্ডামি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে ওদের ৩ – ৪ হাজার টাকা করে দেন।’
এদিন কাঁথিতে তৃণমূলের হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ছুটে যান শুভেন্দুবাবু। বলেন, ‘কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত বিজেপি কর্মীরা আহত হলেই সেখানে যাবো। বিধাননগরে ১০ হাজার মানুষ ভোট দিতে পারেনি। তাদের নিয়ে আদালতে যাবো।’