বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal Tea Garden: লাল পতাকা উধাও! কমরেড ডাক আর শোনা যায় না চা বাগানে, শ্রমিকদের মুখে আজ ‘রাধে রাধে’!

North Bengal Tea Garden: লাল পতাকা উধাও! কমরেড ডাক আর শোনা যায় না চা বাগানে, শ্রমিকদের মুখে আজ ‘রাধে রাধে’!

চা বাগান।

আসলে গত কয়েক বছরে একেবারে বদলে গিয়েছে উত্তরের চা বাগানের চালচিত্রটা। একটা সময় চা বাগান কার্যত লাল পতাকায় মোড়া থাকত। আর চা বাগানে শ্রমিক ইউনিয়নের নেতারা আসা মানেই শোনা যেত কমরেড ডাক। তবে সেসব আজ অতীত। সেই লাল পতাকাও আজ ফিকে হয়ে গিয়েছে।

দুপাশে চায়ের বাগান। দুটি পাতা একটি কুঁড়ি। আলিপুরদুয়ারের নাগেশ্বরী চা বাগান। আরও অনেকটা উঁচুতে জুরান্তি বাগান। চারদিকে সবুজে সবুজ। পাতা তোলার কাজ চলছে। ছাতা মাথায় মহিলা চা শ্রমিকের দল এক মনে পাতা তুলছেন। মাঝে মাঝে ছোট ছোট কথায় হেসে উঠছেন শ্রমিকরা। কাজের মাঝে একটু বিরতি। চা শ্রমিকদের নিয়ে কাজ করে একাধিক সংগঠন। তাদের নেতারাই বাগানের পথে। হেসে হাত জোড় করে প্রণাম করেন শ্রমিকরা। রাধে রাধে! 

চমকে ওঠার মতোই। আসলে গত কয়েক বছরে একেবারে বদলে গিয়েছে উত্তরের চা বাগানের চালচিত্রটা। একটা সময় চা বাগান কার্যত লাল পতাকায় মোড়া থাকত। আর চা বাগানে শ্রমিক ইউনিয়নের নেতারা আসা মানেই শোনা যেত 'কমরেড' ডাক। তবে সেসব আজ অতীত। সেই লাল পতাকাও আজ ফিকে হয়ে গিয়েছে। 

কিরণ ওঁরাও, সঞ্জয় মাহালি সহ একাধিক চা শ্রমিকরা বলেন, বাম জমানায় চা বাগান ছিল অন্য়রকম। মজুরি নিয়ে আন্দোলন লেগেই থাকত। গেট মিটিং, বিক্ষোভ মাঝেমধ্য়েই হত। কমরেডরা আসতেন বাগানে। লাল পতাকা উড়ত এলাকায়। চা বাগানে ধর্মঘট ছিল রোজকার ঘটনা। সেই ছবি বদলে গিয়েছে এখন। 

উত্তরের একাধিক চা বাগানে বর্তমানে লাল পতাকার আর বিশেষ দেখা মেলে না। কিছু জায়গায় এখনও আরএসপির সংগঠন রয়েছে। কিন্তু সংগঠনের ক্ষমতা একেবারে তলানিতে। এখন উত্তরের চা বাগানের বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রভাব। তবে কিছু অরাজনৈতিক সংগঠনও কাজ করে চা বাগানে। তাদের প্রভাবও কম কিছু নয়। 

শ্রমিকরা যাতে ন্যায্য পাওনা পান, তাদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে অরাজনৈতিক সংগঠনগুলিও জোরদার আওয়াজ তোলে। শ্রমিকদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তাঁরা। স্থানীয় যুবকরাও এই কাজের সঙ্গে যুক্ত। এমনকী আলিপুরদুয়ারে এবার নির্দল প্রার্থীও দাঁড়িয়েছেন চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে। 

তবে এসবের মধ্য়েই বদলে যাওয়া চা বাগানের এই ছবি যেন অনেকটাই অন্যরকম। এমনকী একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের স্যার বলেও সম্বোধন করছেন চা শ্রমিকদের অনেকেই। কিন্তু কমরেড ডাক আর বিশেষ শোনা যায় না চা বাগানে। এখানে আজ কেবলই রাধে রাধে অথবা স্যার কিংবা বাবু বলে ডাক। আসলে চা শ্রমিকদের মধ্যে কিছু অনুষ্ঠান হয়। তার পর থেকেই এই রাধে রাধে ডাকটা জনপ্রিয় হয়েছে ক্রমশ। বলেছেন শ্রমিকরাই।   

বাংলার মুখ খবর

Latest News

বিষ্ণোইয়ের দেওয়া খুনের হুমকির মাঝে কীভাবে হয় সিকন্দরের কাজ? ‘আউটডোর শুটিংয়ে…’ ২৯ না ৩০ মার্চ, কবে খুশির ইদে মেতে উঠবে সৌদি আরব? কবে দেখা যাবে চাঁদ আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ২৮ মার্চ ২০২৫র রাশিফল IPL-ফের ম্যাজিক নিলামে দল না পাওয়া লর্ড শার্দুলের! ফেরালেন ভয়ঙ্কর অভিষেক-ইশানকে! ‘‌পর্ষদ রাজ্যের সব স্কুলগুলির জন্য প্রশ্ন তৈরি করবে’‌, বড় ঘোষণা পর্ষদের সভাপতির ১ এপ্রিল না ৩১ মার্চ, ভারতে কবে পালিত হবে খুশির ইদ? জানুন তারিখ অনুরাগের ছোঁয়ার শ্যুটের চাপে স্কুল কামাই,ক্লাস ইলেভেনে কেমন ফল ‘সোনা’ দেবপ্রিয়ার 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে? 'কলম্বিয়ার হুঁশ ফিরবে'! মার্কিন প্রশাসনের উপর কেন ক্ষুব্ধ এই ভারতীয় ছাত্রী? আইপিএলে সব থেকে বেশি দলের হয়ে খেলেছে কারা?

IPL 2025 News in Bangla

রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রিয়ানের, RR-র কোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.