বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূলের নিশীথের বাড়ি ঘেরাওয়ে ব্যাপক পুলিশি আয়োজন, পালটা কটাক্ষ বিজেপির

তৃণমূলের নিশীথের বাড়ি ঘেরাওয়ে ব্যাপক পুলিশি আয়োজন, পালটা কটাক্ষ বিজেপির

নিশীথের বাড়ির সামনে পুলিশি আয়োজন।

তৃণমূলের কর্মসূচি আয়োজনে কয়েকদিন ধরেই তোড়জোড় চলছিল নিশীথের এলাকা ভেটাগুড়িতে। মন্ত্রীর বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে তৃণমূলকে মঞ্চ বাঁধার অনুমতি দেয় পুলিশ। তৃণমূল কর্মীদের রুখতে নিশীথের বাড়ির গলির সামনে বাঁশের ব্যারিকেড বানানো হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকে উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু করল তৃণমূল। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে। ওদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্ত্রীর বাড়ির চত্বরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ব্যপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। যাতে বিজেপির কটাক্ষ, তৃণমূল কর্মীর চেয়ে তো পুলিশ বেশি।

চলতি মাসে কোচবিহার সফরে গিয়ে সীমান্তে BSF-এর গুলিতে নিহত এক পাচারকারীর মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। ওই যুবককে নীরিহ বলে দাবি করে তিনি বলেন, ওই যুকের মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। নইলে ১৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করবে তৃণমূল।

তৃণমূলের কর্মসূচি আয়োজনে কয়েকদিন ধরেই তোড়জোড় চলছিল নিশীথের এলাকা ভেটাগুড়িতে। মন্ত্রীর বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে তৃণমূলকে মঞ্চ বাঁধার অনুমতি দেয় পুলিশ। তৃণমূল কর্মীদের রুখতে নিশীথের বাড়ির গলির সামনে বাঁশের ব্যারিকেড বানানো হয়েছে। রবিবার সকাল থেকে মন্ত্রীর বাড়ির চত্বরে জারি হয় ১৪৪ ধারা। সভাস্থলসহ গোটা ভেটাগুড়ির প্রতিটি মোড়ে মোতায়েন হয়েছে অন্তত ৫০০ পুলিশ।

তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি, তাদের দাবি, যার মৃত্যু নিয়ে অভিষেক রাজনীতি করছেন, সেই ব্যাক্তি কে সবাই জানে। এলাকার মানুষ জানে কুয়াশার মধ্যে সীমান্তের আসে পাশে কারা ঘুরে বেড়ায়। আর তৃণমূলের কর্মসূচিতে তো দলীয় কর্মীর থেকে পুলিশের সংখ্যা বেশি। পুলিশ সরে গেলে তৃণমূল ওখানে কর্মসূচি করে দেখাক।

 

বাংলার মুখ খবর

Latest News

মহাঅষ্টমীতে মহাযোগ, অষ্টমীর দিন বিরল সংযোগে মায়ের কৃপায় নাশ হবে ৪ রাশির দুর্গতি ন্যাজাট থানায় পৌঁছেই অসুস্থ 'অনুপ্রবেশকারী', হাসপাতালের পথে মৃত্যু 'বাংলাদেশি'র 'হাল ছাড়ব না,' যে ময়দানে খুন করার চেষ্টা হয়েছিল সেখানেই ফিরলেন ট্রাম্প অনশন আন্দোলনে অনুপস্থিত আরজি কর হাসপাতালের ডাক্তাররাই, তাহলে কি বিভাজন শুরু?‌ IND vs BAN Live: আউট… প্রথম উইকেটের পতন! লিটনকে ফেরালেন আর্শদীপ-রিঙ্কু জুটি এটা কী করে সম্ভব? সহজ ক্যাচ ফেললেন আশা শোভনা, হাসি চাপতে পারলেন না পাক ক্রিকেটার চালের জল ফেলে না দিয়ে গাছে দিন, দ্বিগুণ বড় ফুল পান সিরিয়াল থেকে বাদ পড়ে চোখে জল নিয়ে সেট ছাড়েন! 'অবসাদ' কাটিয়ে ফিরলেন নায়িকা হুগলি নদীতে চলবে এসি ফেরি, চলবে ব্যাটারিতে, ছুটবে হু হু করে… সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে চাইলে এই ৫ বীজ নিয়মিত খান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.