বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে মিলল BJP কর্মীর নাম

TMC কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে মিলল BJP কর্মীর নাম

উদ্ধার হওয়া সুইসাইড নোট (ডান দিকে)

বিজেপির অত্যাচারে আত্মঘাতী হয়েছেন তৃণমূল কর্মী, দাবি শাসকদলের। মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, লাশের রাজনীতি করছে তৃণমূল। 

তৃণমূল কর্মীর সুইসাইড নোটে বিজেপি কর্মীর নাম। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগরের হলদিয়া ২ নম্বর অঞ্চলের ঘটানা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির দাবি, মৃত্যু নিয়ে রাজনীতি করছে শাসকদল।

মঙ্গলবার হলদিয়া ২ নম্বর অঞ্চলের তৃণমূলকর্মী চন্দন সামন্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর পাওয়া যায় একটি চিরকুট। তাতে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী নির্মল সামন্ত (অপু)। সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় মৃত্যু নিয়ে।

ওই বুথে পরাজিত তৃণমূল প্রার্থীর দাবি, এই এলাকায় আমরা ২৫ বছর পরে হেরেছি। চন্দনবাবু ভোটের সময় আমার সঙ্গে ছিলেন। ফল বেরোতেই তাঁর ওপর নানা রকম অত্যাচার শুরু করে বিজেপি কর্মীরা। গত পরশু সেকথা আমাকে উনি বলেছিলেন। আমি ওনাকে বলি, একটু ধৈর্য ধরুন। তার পর আজ শুনলাম উনি আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে বিজেপি কর্মী অপুর নাম লিখে রেখে গেছেন।

পালটা বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই। পারিবারিক কারণে আত্মঘাতী হয়েছেন চন্দনবাবু। তার পর তৃণমূল তাঁর নামে চিরকুট লিখে রাজনীতি শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তবে পরিবারের সদস্যরা কেউ কথা বলার মতো অবস্থায় নেই।

খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। উদ্ধার হয়েছে চিরকুটটিও। সেটি চন্দনবাবুর হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে রাজ্যে একাধিকবার তৃণমূলের অত্যাচারে বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিজেপির অত্যাচারে তৃণমূল কর্মীর আত্মহত্যার অভিযোগ এই প্রথম।

 

 

বাংলার মুখ খবর

Latest News

কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.