আইপিএল ২০২৪। শুধু ভারতীয় নন,গোটা বিশ্বেরই ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন একটা কারণে। তা হল ব্যাটে রানের ফুলঝুরি। এবারের আইপিএল কার্যত রানের রেকর্ড গড়ে দিচ্ছে। শুধু ভারত বলে নয়, বিশ্ব ক্রিকেটেও এতদিন টি২০তে ২৫০ ওঠা ছিল দুর্লভ কাজের মতো। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্সসহ আইপিএলের ক্রিকেটাররা এবারে এমন পারফরমেন্স করছে, তাতে মনে হচ্ছে প্রথমদিনের রেকর্ড পরের দিনই ভেঙে যেতে পারে, এমনই একটা ব্যাপার। প্রত্যেক বলেই ব্যাটাররা স্ট্রোক খেলছেন। অন্যান্যবারের তুলনায় বাউন্ডারি, ওভারবাউন্ডারি বেশি আসছে। যা নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন বোলাররা।
স্টার্ক, নরকিয়াদের মতো বোলারের পরিসংখ্যান এবারে চোখে দেখা যাচ্ছে না। দিল্লির বিরুদ্ধেও কলকাতার বোলাররা যেখানে যথেষ্ট ভালো বোলিং করেছিলেন, সেখানে স্টার্কের বলে পিটিয়ে দিয়েছেন ওপেনার পৃথ্বী শ-রা। ২৪-এর আইপিএলে প্রতি ম্যাচের শুরু থেকেই ক্রিকেটারদের চার, ছয়ের সঙ্গে সঙ্গে নাচতে হচ্ছে চিয়ারলিডারদের। কিন্তু এবারে ফ্ল্যাট পিচের জেরে বোলারদের শাসন করছে ব্যাটাররা, তেমনই সারা ম্যাচই প্রায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে চিয়ার লিডারদের। কারণ এই বুঝি চার হয় বা ছয় হয় ব্যাপার। এরই মধ্যে চিয়ার গার্লদের উদ্দেশ্য বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন-IPL 2024-রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন…
কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে জয় পেয়েছে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভালোই বোলিং করেছেন নাইট স্পিনাররা। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন দুজনেই নজর কেড়েছে। এই ম্যাচে অবশ্য ইডেনের গত কয়েকটা ম্যাচের মতো বাউন্ডারির বৃষ্টি হয়নি। তবে নারিন, সল্ট নামতেই ফের কিছুটা ধামাকা দেখা যায়। আইপিএলের ম্যাচে টানা চিয়ার লিডারদের নাচতে দেখে নাইটদের স্পিনার বরুণ চক্রবর্তী তাঁদের উদ্দেশ্য বলছেন, আর বাউন্ডারির ক্ষেত্রে যেন তাঁরা না নাচেন, বরং ওভারবাউন্ডারির ক্ষেত্রেই যেন তাঁরা নাচেন। আর অবশ্য প্রতিপক্ষ দলের উইকেট পড়লে তাঁরা নাচেন।
ইডেনে দিল্লি বনাম কলকাতার ম্যাচে খুব বড় রান না উঠলেও দুই দলই ১৬টি করে বাউন্ডারি মেরেছে। এছাড়া দিল্লি মেরেছে ৫টি ওভারবাউন্ডারি, কলকাতা মেরেছে ৭টি। বোলার হিসেবে চার বা ছয় খাওয়ার পর, চিয়ার লিডাররা নাচানাচি করছে, বিষয়টি দেখতেও বেশ কষ্টই লাগে বরুণদের, তা আর বলতে লাগে না। যদিও সাক্ষাৎকারের সময় তাঁর এই বক্তব্য ছিল মূলত চিয়ার লিডারদের প্রতি সমবেদনা দেখিয়েই। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বরুণ বলেন, ‘ গত ম্যাচে রান খাওয়ার পর চাপেই ছিলাম। সকলে আমার সঙ্গে কথা বলছিল। আজকের পিচ পরের দিকে একটু স্লো হচ্ছিল আর টার্নও ছিল। এখন আইপিএলে একটা ট্রেন্ড হয়ে গেছে চিয়ার লিডারদের নাচ, কিন্তু আর চারের ক্ষেত্রে নয়, বরং শুধুই ছয় মারলে তাঁদের নাচা উচিত’।
আরও পড়ুন-IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো
দিল্লির বিরুদ্ধে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। লিগের দ্বিতীয় পর্যায় এসে বিশেষ করে আওয়ে ম্যাচের আগে বোলাররা ছন্দে ফেরায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।