বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অনুব্রতর বয়ান চার্জশিটে বাংলায় লেখা, বাকি তথ্য ইংরেজিতে হওয়ায় বাড়ল জটিলতা

অনুব্রতর বয়ান চার্জশিটে বাংলায় লেখা, বাকি তথ্য ইংরেজিতে হওয়ায় বাড়ল জটিলতা

অনুব্রত মণ্ডল।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও এখনও চার্জ গঠন হয়নি। এই চার্জশিট নিয়ে বিস্তর প্রশ্ন আছে। ফলে গরুপাচার মামলায় অনুব্রতকে পুরোপুরি বাঁধা যাবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে অনুব্রতের আইনজীবীরা ফৌজদারি দণ্ডবিধির ২০৭ ধারা মেনে পুলিশের যাবতীয় নথি, রেকর্ড করা বয়ান হাতে পেতে আবেদন জানাবেন। 

দু’‌দিন আগেই আসানসোলে বিশেষ সিবিআই আদালতের বিচারক ইডি–কে ভর্ৎসনা করেছিলেন। তদন্তের গতিপ্রকৃতি এবং মামলা নয়াদিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করতেই এই ভর্ৎসনা শুনতে হয়েছিল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং গরুপাচার নিয়ে চার্জশিট জমা পড়েছে। যা ইংরেজিতে লেখা। সেখানে অনুব্রত মণ্ডলের বক্তব্য পুরোটাই বাংলায় লেখা। কেষ্টর জমি–বাড়ি, থেকে সম্পত্তির যে সব হিসেব ইডি–কে দিয়েছেন অনুব্রত সেগুলি সব বাংলায় লেখা। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গরুপাচার মামলার চার্জশিট সরেজমিনে দেখতে গিয়ে আইনজীবীরা এই তথ্যই আবিষ্কার করেছেন। সুতরাং বিচারের প্রক্রিয়া এগোবে কেমন করে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এখন অনুব্রতের বাংলা বয়ানের তর্জমা করার জন্য আবার আদালতের কাছে আবেদন জানানো হবে বলে খবর।

এদিকে ইডি চার্জশিট জমা দিলেও এসব দেখেনি। আর সেসব না দেখেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে তারা। সেখানে অভিযোগ করা হয়েছে, গরু পাচার থেকে অনুব্রত মণ্ডল আয় করেছেন ১২ কোটি টাকা। সেই টাকা তাঁর মেয়ে সুকন্যা এবং নানা ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। যদিও অনুব্রত তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি সম্পর্কে ইডিকে জানান, জমির দালালি এবং চালের ব্যবসা করেই এই সম্পত্তি তিনি বানিয়েছেন। তবে এখানে দুটি বিষয় আছে। এক, অনুব্রত মণ্ডল তাঁর বক্তব্যের সপক্ষে যেমন সব নথি দিতে পারেননি তেমনই ইডির পেশ করা চার্জশিটে সব প্রমাণও নেই। তার উপর আবার অনুব্রতর সব হিসেবনিকেশই বাংলায় লেখা। এখনও তার অনুবাদ মিলছে না।

অন্যদিকে ইডি অনুব্রত মণ্ডলকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে যে, অনুব্রত বাংলা ছাড়া কিছুই জানেন না। অনুব্রতর থেকে তথ্য জানতে বাংলা জানা অফিসারকে নিয়োগ করা হয়। তিনিই ওই বয়ান নথিভুক্ত করেন। অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তাই প্রশ্ন, বাংলায় বয়ান নথিবদ্ধ করা হতেই পারে। কিন্তু তা আদালতে গ্রাহ্য হল কী করে? বিচারকের সব নথি পড়ে এবং বুঝে তা গ্রহণ করাই নিয়ম। এই নিয়ে পরে আদালতে প্রশ্ন তোলার পরিকল্পনা করছেন অনুব্রতর আইনজীবীরা।

আরও পড়ুন:‌ হিন্দু ক্যালেন্ডার–পঞ্জিকা ব্যবহার করুন, উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ ডিজি’‌র

আর কী জানা যাচ্ছে?‌ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও এখনও চার্জ গঠন হয়নি। এই চার্জশিট নিয়ে বিস্তর প্রশ্ন আছে। ফলে গরুপাচার মামলায় অনুব্রতকে পুরোপুরি বাঁধা যাবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে অনুব্রতের আইনজীবীরা ফৌজদারি দণ্ডবিধির ২০৭ ধারা মেনে পুলিশের যাবতীয় নথি, রেকর্ড করা বয়ান হাতে পেতে আবেদন জানাবেন। তখন বাংলায় লেখা বয়ানের তর্জমাও চাওয়া হবে। তবে এই বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সম্পৃক্তা ঘোষাল মনে করেন, নয়াদিল্লি হাইকোর্টে অনুব্রতের জামিনের আবেদনে ইতিবাচক রায় মিলবে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.