বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda Incident: নেশার আসরের প্রতিবাদ করতেই তৃণমূলের শ্রমিক নেতাকে মারধর, মালদায় আলোড়ন

Malda Incident: নেশার আসরের প্রতিবাদ করতেই তৃণমূলের শ্রমিক নেতাকে মারধর, মালদায় আলোড়ন

তৃণমূল কংগ্রেস নেতাকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা

এখানের ৩ নম্বর ওয়ার্ড লোলাবাগ অটো স্ট্যান্ড মস্তান মোড় এলাকায় রাত সাড়ে ১২টা নাগাদ মদ,মাদক–সহ নেশার আসর বসেছিল। সেখানে ব্যাপক হই হট্টগোল হয়। একদল বহিরাগত যুবক নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ওই নেতা প্রতিবাদ করেন। তখন তাঁর উপর অতর্কিত হামলা করা হয়। 

মাঝরাতে নেশার আসর বসেছিল। এটা দেখে প্রতিবাদ করেন এক তৃণমূল কংগ্রেস নেতা। আর তখনই তাঁকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের লোগাবাগ মস্তান মোড় এলাকায়। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতার নাম সঞ্জয় দত্ত। তিনি এই শহরের অটো ইউনিয়নের সহকারী সম্পাদক। বাড়ির সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর ওই তৃণমূল কংগ্রেস নেতার অনুগামীরাও দুষ্কৃতীদের ধাওয়া করে পাল্টা মারধর করে বলে খবর। এই নিয়ে দু’পক্ষের তুমুল সংঘর্ষ লেগে যায়। এতে দু’‌জন দুষ্কৃতী জখম হয়েছে। তারাও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইংলিশবাজার শহরে এক যুবনেতার অঙ্গুলিহেলনে ওই শ্রমিক সংগঠনের নেতার উপর দুষ্কৃতীরা হামলা করেছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সকাল হতেই এই ঘটনার কথা চাউর হয়ে যায়। তখন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, ‘‌অটো ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জয় দত্ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী করে এই ঘটনা ঘটেছে সেটা আমার জানা নেই। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা বলব।’‌ আক্রান্ত তৃণমূল নেতার দাদা অমিত দত্ত বলেন, ‘‌রাতে বাড়ির সামনে মদ খেয়ে বেশ কয়েকজন হাঙ্গামা করছিল। ভাই তখন বাইরে বেরিয়ে নেশার আসরের প্রতিবাদ করে। তখন দুষ্কৃতীরা তার উপর হামলা করে।’‌

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, এখানের ৩ নম্বর ওয়ার্ড লোলাবাগ অটো স্ট্যান্ড মস্তান মোড় এলাকায় রাত সাড়ে ১২টা নাগাদ মদ,মাদক–সহ নেশার আসর বসেছিল। সেখানে ব্যাপক হই হট্টগোল হয়। একদল বহিরাগত যুবক নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ওই নেতা প্রতিবাদ করেন। তখন তাঁর উপর অতর্কিত হামলা করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই পাল্টা হামলা চালানো হয়। এই ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন