লোকসভায় তাঁর বরাদ্দ আসনের ছবি পোস্ট করে ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা’। আজ, বৃহস্পতিবার সংসদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ‘সংসদে আমার শেষ দিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালবাসীকে। এই নিয়ে এখন চর্চা তুঙ্গে। এমন আবহে উঠে এল ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের নাম। একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে সেখানে শোনা যাচ্ছে, একজন অভিযোগ করছেন, দেব তাঁর সাংসদ তহবিলের টাকার জন্য ৩০ শতাংশ কমিশন চাইছেন। শঙ্কর দলুই ওই অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর তাঁর নয় বলেই দাবি করেছেন। এবার শঙ্কর দলুইকে নিয়ে মুখ খুললেন দেব।
আজ, বৃহস্পতিবার সংসদে রাখা বক্তব্যে দেব বলেছেন, ‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে। ১০ বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’ তারপরই শঙ্করকে নিয়ে প্রশংসার মন্তব্য করেন দেব। এই বিষয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘বাংলার মানুষের জানা উচিত শঙ্কর দলুই কে। ওঁর হাত ধরে আমি রাজনীতি শিখেছি। উনি আমার রাজনীতির গুরু। ওঁর হাত ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি।’ এই কথা বললেও বিতর্ক থামছে না।
এদিকে এই অডিয়ো ক্লিপ নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে ওঠে। আর তখনই এই বিষয়ে দেব বলেন, ‘প্রথমে বলি উনি কথাটা বলেননি। আর যদি বলেও থাকেন, সে ক্ষেত্রেও আমি বলব, আমরাও তো অনেক সময় বন্ধুদের নিয়ে এভাবে কথা বলি। কোনও ডিরেক্টর বা অভিনেতা–অভিনেত্রী সম্পর্কেও আমরা এমন আলোচনা করে থাকি। কল রেকর্ড হচ্ছে বুঝলে হয়ত উনি বলতেন না। প্রত্যেকটা দলেই কিছু সমস্যা থাকে। ভিতরের কথা বাইরে এনে এভাবে ব্যবহার করা বন্ধ হওয়া উচিত।’ একইসঙ্গে তাঁর কথায়, ‘সংসদে দাঁড়িয়ে প্রথমদিন যেমন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম আজকে আমার শেষদিনেও পার্লামেন্টে আমি সেই প্রসঙ্গেই কথা বলব। প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়।’
আরও পড়ুন: ‘আমরা একমাস পর্যন্ত অপেক্ষা করব’, আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে দেব লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কি না তা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কী বক্তব্য সেটা এক বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছি। এখন এই নিয়ে কিছু বলব না।’ আর শঙ্কর কী বলছেন? অডিয়ো ক্লিপের কথা অস্বীকার করে শঙ্কর দলুই আগেই বলেছেন, এই বিষয়টি তাঁর জানা নেই। তাঁর বক্তব্য, ‘দেবের এমপি ল্যাড আমি দেখিনি। কোথাও কোনও চক্রান্ত থাকতে পারে। আমার কোনও মতামত নেই।’