বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বঙ্গোপসাগরে ফের ডুবে গেল ইলিশের খোঁজে যাওয়া ট্রলার, অল্পের জন্য রক্ষা ৮ মৎস্যজীবীর

বঙ্গোপসাগরে ফের ডুবে গেল ইলিশের খোঁজে যাওয়া ট্রলার, অল্পের জন্য রক্ষা ৮ মৎস্যজীবীর

উদ্ধার করা হচ্ছে মৎস্যজীবীদের। নিজস্ব ছবি।

বৃহস্পতিবার ইলিশের সন্ধানে ‘মা শীতলা’ নামে একটি ট্রলারে করে গঙ্গাসাগর থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আটজন মৎস্যজীবী। এরপর ফেরার পথে বিকেল নাগাদ ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটি ডুবে যায়। তখন ৮ জন মৎস্যজীবী জলের মধ্যেই ভাসতে থাকেন।

বর্ষা শুরু হতেই বঙ্গোপসাগরে দেদার মিলছে ইলিশ। যার ফলে কমবেশি সব বাজারেই ইলিশের জোগান বেড়েছে। আর সেই।সঙ্গে পাল্লা দিয়ে ইলিশের দামও সাধ্যের মধ্যে এসেছে। এই ইলিশ ধরার জন্য মৎস্যজীবীরা পাড়ি দিচ্ছেন সমুদ্রে। কিন্তু, বঙ্গোপসাগরে সেই ইলিশ ধরতে গিয়েই ঘটল বিপত্তি। মাঝ সাগরে ডুবে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। অন্যান্য মৎস্যজীবীদের সহায়তায় কোনওভাবে প্রাণে বাঁচলেন ওই ট্রলারে থাকা ৮ জন মৎস্যজীবী।

আরও পড়ুন: আড়াই দিন ধরে ভাসছিলেন সমুদ্রে! ৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয়দের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইলিশের সন্ধানে ‘মা শীতলা’ নামে একটি ট্রলারে করে গঙ্গাসাগর থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আটজন মৎস্যজীবী। এরপর বিকেল নাগাদ ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটি ডুবে যায়। তখন ৮ জন মৎস্যজীবী জলের মধ্যেই ভাসতে থাকেন। সেই সময় পাশে থাকা মৎস্যজীবীদের একটি ট্রলার এগিয়ে এসে ওই মৎস্যজীবীদের উদ্ধার করে। মৎস্যজীবীদের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। ৮ জন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে। সেখানে তাদের চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।

মৎস্যজীবীদের কথায় এই দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা ছিল। অন্য ট্রলারটি তাঁদের সাহায্যের জন্য এগিয়ে না আসলে সে ক্ষেত্রে বিপদ ঘটতে পারত। তবে ওই ট্রলারটি তৎপরতার সঙ্গে এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করায় তাঁরা প্রাণে বেঁচেছেন।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা এই প্রথম নয়। গত ২০ জুলাই একইভাবে একটি ইলিশ বোঝাই ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল। ওই ট্রলারটির নাম ছিল ‘অনিক’। সেটি বঙ্গোপসাগর থেকে নামখানার দিকে আসছিল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। ওই ট্রলারে ছিলেন ১৭ জন মৎস্যজীবী। সেই সময় পাশের অন্য মৎস্যজীবীদের একটি ট্রলার এসে তাঁদের উদ্ধার করে। ওই দুর্ঘটনার ফলে মৎস্যজীবীদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছিল।

 এদিনের দুর্ঘটনাগ্রস্থ এক মৎস্যজীবীর পরিবারের সদস্য জানান, ‘ঘটনার পরে প্রশাসনের তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সকল সুস্থ রয়েছে আমরা তাদের আনতে যাব।’ উল্লেখ্য, ইলিশ ধরার ওপর সরকারের জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছিল গত ১৫ জুন। এরপর থেকে বিগত এক মাসে বিভিন্ন জায়গায় ইলিশ ধরা পড়েছে মৎস্যদজীবীদের জালে। তারপর থেকেই ইলিশ ধরার জন্য মাঝ সমুদ্রে পাড়ি জমাচ্ছেন মৎস্যজীবীরা।

বাংলার মুখ খবর

Latest News

সব কাজে ভালোবাসার মানুষকে পাশে পাবেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের বিরাটের লাকি চার্ম! ৩ মাসের অকায়কে ফেলেই IPL দেখতে অনুষ্কা, কেমন দেখতে হল তাঁকে আজই বৃষ্টি নামছে কলকাতায়! ৪০ কিমিতে ঝড় উঠবে কবে থেকে? ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা গরমেও দ্রুত বাড়বে চুল, শুধু নিয়ম করে এই ৫ পানীয়ে চুমুক দিলেই হল ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স শেখর সুমনের! বললেন,‘আপনি অভিযোগ করতে পারবেন না…’ ‘পাকে খুন করছে ভারত’, ইমরানের দাবি উড়িয়ে জয়শংকর বললেন ‘জঙ্গিরা তো ভালো লোক নয়…’ সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল

Latest IPL News

সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.