বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দূরে জল আনতে যেতে কষ্ট অসুস্থ মা'র, বাড়িতে নিজেই ১৫ ফুট কুয়ো খুড়লেন বর্ধমানের মেয়ে

দূরে জল আনতে যেতে কষ্ট অসুস্থ মা'র, বাড়িতে নিজেই ১৫ ফুট কুয়ো খুড়লেন বর্ধমানের মেয়ে

ববিতা সোরেন (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর আপাতত বি.এড করছেন।

'মাউটেন ম্যান' দশরথ মাঝির কথা জানেন কিনা, তা জানা নেই। জিজ্ঞাসা করার সাহসও হয় না। জেনেও বা কী হবে! তিনি যে কাজ করেছেন, সেটা অন্য কারোর ছায়ায় ঢাকা পড়ার নয়, বরং সেটাই এক অপরিসীম আলোর উৎস।

সেই তিনি হলেন বর্ধমানের বছরের ২৪-এর ববিতা সোরেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর আপাতত বি.এড কোর্স করছেন। খুব একটা স্বচ্ছল নয় পরিবারের অবস্থা। টানাটানির সংসারে ছেলেবেলা থেকে মা'কে দেখতেন, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে বাড়ি থেকে মিটার ২০০ দূরে জল আনতে যাচ্ছেন। কষ্ট হত। কিন্তু নিরুপায় ছিলেন। কিছু করতে পারতেন না। জল তো খেতে হবে। 

সেভাবেই চলছিল। কিন্তু মা'র শরীর ক্রমশ খারাপ হচ্ছে। জল আনতে যেতে কষ্ট হচ্ছিল, পারছিলেন না। তাই ববিতা ঠিক করেন, বাড়ির চত্বরের মধ্যেই কুয়ো খুড়বেন। আর সেটা একাই। সেই জেদকে সঙ্গী করেই ১৫ ফুট লম্বা একটি কুয়ো খুড়ে ফেলেন ববিতা। তাঁর কথায়, ‘আমার মা নীনা সোরেন  রক্তাল্পতায় ভোগেন এবং অত্যন্ত দুর্বল। ছোটো থেকেই দেখেছি, জল আনতে কত কষ্ট করতে হত। প্রখর রোদের মধ্যে হেঁটে যেতে হত, তারপর লাইনে দাঁড়িয়ে জল নিয়ে আসতে হত। সেজন্য আমি একটা স্থায়ী সমাধানের উপায় হাতড়াচ্ছিলাম। হঠাৎ মাথায় আসে, আমি তো কুয়ো খুড়তে পারি।’ কাজটা যে খুব একটা সহজ ছিল না, তা ববিতার শক্ত চোয়াল দেখেই বোঝা যাচ্ছিল।

ছুটিতে হস্টেল থেকে বাড়িতে ফিরে গত বছরের শেষের দিকে কুয়ো  শুরু করেন। মাঝপথেই অবশ্য আবার হস্টেলে ফিরে যেতে পারে। করোনাভাইরাসের জেরে লকডাউন তাঁর কাছে নয়া সুযোগ এনে দেয়। কলেজ এবং হস্টেল বন্ধ থাকায় ফের কুয়ো খোড়ার কাজ শুরু করেন।

ববিতা বলেন, ‘আমার বাবা এবং ভাই শক্তভাবে দড়ি বেঁধে রাখত। ওটার সাহায্যে আমি রোজ নীচে নামতাম এবং ঘরের কাজের ফাঁকে যে সময়টুকু পেতাম, সেই সময়েই কুয়ো খুড়তাম। দু'তিন সপ্তাহ ধরে সেই কাজটা করার পর আমি জলের সন্ধান পাই। কখনও কখনও দিদিও মাটি বের করতে আনতে সাহায্য করত। কিন্তু ওর নিজেরও কাজ রয়েছে।’

প্রাথমিক ববিতা ভেবেছিলেন, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সাহস পাননি। ববিতার বাবা একটি স্থানীয় কারখানায় কাজ করেন। দাদা গাড়ি চালান এবং দিদি স্থানীয় একটি কাপড়ের দোকানের কাজ করে সংসার চালান। পাশাপাশি লকডাউনে কুয়োর খোড়ার শ্রমিকও মিলত না এবং শ্রমিকের জন্য অপেক্ষা করলে সময়ও লাগত। তাই যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ববিতা।

জলের সন্ধান পাওয়ার পর ববিতার কীর্তির কথা পাড়ায় জানাজানি হয়। রবিবার তাঁর বড়িতে আসেন প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা কুয়ো দেখে অভিভূত হয়ে যাই। আমরা আশ্বস্ত করেছি যে প্রশাসন বাকিটা খুড়বে এবং সেটির দৈর্ঘ্য ৩০ ফুট করা হবে, যাতে পর্যাপ্ত পানীয় জল পান এবং সেটি বাঁধিয়েও দেওয়া হবে। পাশাপাশি কুয়ো খুড়তে যত টাকা পড়ে, সেটাও আমরা দেব। এই সপ্তাহের মধ্যে একটা ল্যাপটপ দেব ববিতাকে এবং আমরা একটা চাকরি দেওয়ারও চেষ্টা করছি।’  

বাংলার মুখ খবর

Latest News

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় Kolkata Knight Riders বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ঝপ করে পড়ল শেয়ার, ১.৩ বিলিয়ন ক্ষতির মুখে, বড় ঝামেলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০বার! 'অযোগ্য' হয়ে একে অপরের হাত ধরছেন, এবারও তাঁদের যোগ্য প্রমাণ করবে দর্শক? ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.