বাংলা নিউজ > বাংলার মুখ > Jhalda bypoll Results 2022: ‘কাকিমার চোখের জলের জয়’, জয়ী তপন কান্দুর ভাইপো, অন্তর্ঘাতের দাবি TMC প্রার্থীর

Jhalda bypoll Results 2022: ‘কাকিমার চোখের জলের জয়’, জয়ী তপন কান্দুর ভাইপো, অন্তর্ঘাতের দাবি TMC প্রার্থীর

তপন কান্দুর ভাইপো মিঠুন। (ফাইল ছবি)

Jhalda bypoll Results 2022: মার্চে তপন কান্দুকে গুলি করে খুন করা হয়েছিল। সেজন্য দু'নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হয়। প্রায় ১,১০০ ভোট পড়েছিল। তাতেই ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন।

ঝালদায় তপন কান্দুর ওয়ার্ডের উপ-নির্বাচনে জিতল কংগ্রেস। ৭৭৮ ভোটে জিতেছেন প্রয়াত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন। জয়ের পর মিঠুন বলেন, ‘কাকিমার চোখের জলের জয়।’ তারইমধ্যে আবার দলের বিরুদ্ধেই অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজক।

গত মার্চে তপনকে গুলি করে খুন করা হয়েছিল। সেজন্য দু'নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হয়। প্রায় ১,১০০ ভোট পড়েছিল। তাতেই ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন। শুধু তাই নয়, ছয় গুণ ব্যবধান বাড়িয়েছেন তিনি। জয়ের পর মিঠুন বলেন, ‘আগেই জয় নিশ্চিত ছিল। এটা তপন কান্দুর জয়।’ সঙ্গে তিনি বলেন, ‘কাকিমার (প্রয়াত কংগ্রেস নেতা তপনের স্ত্রী) চোখের জলের জয়।’

(Election Results LIVE: জিটিএ, ত্রিস্তরীয় শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ছ'টি পুর ওয়ার্ডের উপ-নির্বাচনের গণনার লাইভ আপডেট)

তারইমধ্যে হেরে গিয়ে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী জগন্নাথ। তাঁর দাবি, দুই রাউন্ড মিলিয়ে মাত্র ১৫২ টি ভোট পেয়েছেন। যা একেবারেই প্রত্যাশিত ছিল না। সেই হারের পিছনে দলেরই একাংশ দায়ী বলেন দাবি করেন জগন্নাথ। তাঁর বক্তব্য, অন্তর্ঘাত হয়েছে। জয়ের জায়গায় ছিলেন। হারের জন্য দায়ী ঝালদা টাউন তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: ‘আগেই জয় নিশ্চিত ছিল’, বললেন ঝালদার কংগ্রেস প্রার্থী

ঝালদা পুরসভার কী অবস্থা?

ঝালদায় পুরসভায় মোট ১২ টি ওয়ার্ড। পাঁচটি করে ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। দুটি আসনে জিতেছিল নির্দল। কংগ্রেস প্রার্থী তপনকে হত্যা করা হওয়ায় উপ-নির্বাচন হয়। মিঠুন উপ-নির্বাচনে জিতে যাওয়ায় দু'নম্বর ওয়ার্ড ধরে রেখেছে কংগ্রেস।

বন্ধ করুন